মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে গতবছরের চেয়ে ৫ টাকা এবং খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।


আজ রবিবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে এ দাম হবে ৫৫ থেকে ৬০ টাকা।’

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, ঢাকায় সর্বনিম্ন লবনযুক্ত কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বশিরউদ্দীন বলেন,‘দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে রপ্তানির সুযোগ রাখা হয়েছে। এ লক্ষ্যে চামড়া রপ্তানির ওপর থাকা আগের সকল বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়াও চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর সরকার ৩০ হাজার টন লবণ বিনামূল্যে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করবে। ঈদের পরবর্তী ১০ দিন ঢাকার বাইরে থেকে রাজধানীতে কোনো কাঁচা চামড়া প্রবেশ না করে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

এই সম্পর্কিত আরো