রবিবার, ২৪ আগস্ট ২০২৫
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

ঈদুল আজহার ছুটি ১০ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ছুটি ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শফিকুল আলম জানান, মন্ত্রিসভা ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার ১০ দিনের ছুটি থাকবে। আগামী ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুনের ৬ বা ৭ তারিখে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।

অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

এই সম্পর্কিত আরো