শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
নির্বাচন কমিশনের বরাত দিয়ে সোমবার এই খবর প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। যাদের জাতীয় পরিচয়পত্র ‘লক’ করা হয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ এবং বোন শেখ রেহানা সিদ্দিকও রয়েছেন।
সেই সঙ্গে নাম রয়েছে শেখ রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নামও ওই তালিকায় রয়েছে বলে বাসসের খবরে বলা হয়েছে।