বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিওরখালে রাস্তা ও হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শনে ডিআইজি এসএম রোকন উদ্দিন গোয়াইনঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি ৬ শতক জমি উদ্ধার ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি কানাইঘাটে কাইয়ুম চৌধুরী - খেজুরগাছের বিজয় নিশ্চিত করতে হবে ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক জৈন্তাপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ নিহত আতিকের দাফন সম্পন্ন মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজুল কুলাউড়ায় রাজাপুর সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি
advertisement
জাতীয়

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

প্রায় দেড় দশক পর প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের কাছে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে ধরেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ কাশ্মীর ইস্যু উত্থাপন করেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অবৈধভাবে অধিকৃত ভারতীয় জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) পরিস্থিতি সম্পর্কেও বাংলাদেশকে অবহিত করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার আলোকে এই বিরোধের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তাতে পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তোলার কোনো উল্লেখ নেই। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে একাত্তরে গণহত্যার জন্য ক্ষতিপূরণসহ বেশ কিছু বিষয় বৈঠকে উত্থাপন করা হলেও সেগুলোর উল্লেখ পাকিস্তানের বিবৃতিতে ছিল না।

বৈঠকে দুপক্ষই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, বহুপক্ষীয় ইস্যুগুলোর আলোচনার ক্ষেত্রে দুই পক্ষই মূলনীতিসহ সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও সার্কের অধীনে সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে।

প্রায় ১৫ বছর পর দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক ছিল এই পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। এই মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথা রয়েছে।

২০১৬ সালে ভারতের উরিতে হামলার পর ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে অংশগ্রহণ বাতিল করে ভারত। পরে বাংলাদেশ ও ভুটান সম্মেলনে অংশ নেয়নি। এর ফলে সার্ক কার্যত স্থগিত রয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে আরও বেশ কিছু বিষয় বৈঠকে উত্থাপন করা হলেও সেগুলোর উল্লেখ পাকিস্তানের বিবৃতিতে নেই।
বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিববিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব

বৈঠকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার জন্য দুঃখপ্রকাশ, যুদ্ধের ক্ষতিপূরণ, ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ভোলার ত্রাণ অর্থের হস্তান্তর, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও সম্পদ বণ্টনের মতো বহু পুরোনো ইতিহাসভিত্তিক বিষয় তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব।

বাংলাদেশের বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে সুদৃঢ় ও মজবুত সম্পর্কের ভিত্তি গড়ে তোলার স্বার্থে দীর্ঘদিনের ঐতিহাসিক বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। তবে পাকিস্তানের বিবৃতিতে ১৯৭১ সালের গণহত্যাসংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখ ছিল না।

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম সভা শিগগির অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বাংলাদেশের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের জন্য পাট ও টেক্সটাইল শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা ও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

এ ছাড়া মুসলিমপ্রধান দেশগুলোর সংগঠন ‘ওআইসির সনদের লক্ষ্যপূরণ ও মুসলিম উম্মাহর স্বার্থরক্ষায়’ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

শিওরখালে রাস্তা ও হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শনে ডিআইজি এসএম রোকন উদ্দিন

গোয়াইনঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি ৬ শতক জমি উদ্ধার

ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি

কানাইঘাটে কাইয়ুম চৌধুরী খেজুরগাছের বিজয় নিশ্চিত করতে হবে

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক

জৈন্তাপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ নিহত আতিকের দাফন সম্পন্ন

মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজুল

কুলাউড়ায় রাজাপুর সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি