সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫০৬ জন।
আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশে গতকাল সোমবার বিকেলে থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এক হাজার ১৪১ জন। বাকি ৫০৬ জনকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, পিস্তলের গুলি ছয়টি, একটি এলজি ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।