আগামী অক্টোবরের মধ্যেই জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, রায় পেতে যাওয়া মামলাগুলোতে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মীসহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আসামি করা হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১৬ হাজার ৪২৯টি ‘গায়েবি মামলা’র মধ্যে ১ হাজার ২১৪ আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।