✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

দেশকে লুট করে নিয়েছে একটি পরিবার: জামায়াত আমির


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে লুট করেছে একটি পরিবার, একটি গোষ্ঠী। তারা পরিবারকে দেখেছে আগে, এরপর দেখেছে গোষ্ঠীকে, তারপর দলকে। শেষে জুলুম চাপায় দিয়েছে জনগণের ঘাড়ে।

রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। 


আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমীর বলেন, তারা প্রথমে বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এরপর জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে, কারাগারে রেখে তিলে তিলে হত্যা করেছে। কিন্তু তাদের সব নির্যাতনের জবাব ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে। পতিত স্বৈরাচারের দোসররা উস্কানি দিচ্ছে। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, সব ব্যর্থ করে দিতে হবে।   

ডা. শফিকুর রহমান বলেন, গত পনের বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল। তাদের মতের বাইরে গেলে গুম, খুন ও জেল দেওয়া হতো। দেশ কারও একার নয়, দেশ সবার। এ সময় পনের বছরের জঞ্জালমুক্ত করতে সকলকে তিনি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। 


জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে সফল উল্লেখ করে জামায়াতের আমির বলেন, হাজার উস্কানির মধ্যেও তারা মাথা গরম করেনি। রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে। এখন সকলকে মর্যাদাশীল দেশ গড়তে কৃষি ও শিল্পের ওপর গুরুত্ব দিতে হবে। 

তিনি আরও বলেন, প্রভু নয়, বন্ধু প্রতিবেশী চাই। কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, খুলনা অঞ্চলের প্রধান দুটি সমস্যা হলো মিল ও বিল। আওয়ামী লীগ আমলে ঐ দুটিই ধ্বংস হয়েছে। একদিকে ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে শ্রমিকদের বেকার করা হয়েছে; অপরদিকে ডাকাতিয়া বিলসহ বিভিন্ন জলাশয় দখল ও সুইচ-গেট বন্ধ করে হাজার হাজার মানুষকে পানিবন্দি করে রাখা হয়েছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদসহ অনেকে।

এর আগে সকাল সাড়ে ৭টায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে চিকিৎসকদের সমাবেশেও উপস্থিত হন তিনি।

এই সম্পর্কিত আরো