✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঘরবাড়ি ভাংচুর, অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি - নবীগঞ্জে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে দু’পক্ষে গভীর রাতে সংঘর্ষ আহত ২৫ বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কৃষকদল নেতা গণি মিয়ার শয্যাপাশে বিএনপি নেতা খসরু দলের কেউ দখলবাজী কিংবা অপকর্ম করলে দল তার দায় নিবে না : বিশ্বনাথে লুনা কোরআনকে সংসদে পাঠাতে চাই : অধ্যক্ষ আব্দুল হান্নান সিলেটে ইফতার মাহফিলে বক্তারা - ওয়াসিমের খুনিকে ‘ভাতা প্রদান’ বিপ্লবের স্পিরিটকে ধ্বংস করার গভীর চক্রান্ত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইদবস্ত্র বিতরণ করলো শাবির কিন লাউড়েরগড়-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়ক পথে ট্রাকে অবৈধ পাথর,কয়লা,বালু ও মাদক পাচার কুলাউড়ায় ১২০টি পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ কুলাউড়ায় সায়ান হত্যা - আসামীদের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ছেলেহারা মা
advertisement
জাতীয়

আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ দিন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল ৪টা ৫৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান।

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’- এ আমন্ত্রিত হয়ে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা রহমান।

সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, তাদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে। যে উদ্দেশ্যে এ সফর ছিল, তা সফল হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেমন আছেন, যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাডাম ভালো আছেন। ট্রিটমেন্ট চলছে।’

জায়মা রহমানের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ‘ভালো, ভালো অভিজ্ঞতা।’ এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আসল কথায় আসেন না কেন।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজ দুর্ভাগ্যজনকভাবে, আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজ দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের অর্জিত সফলতাকে সফল করতে হলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে।’

তিনি বলেন, একটা অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিতিশীলতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।

অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট সম্পর্কে জানি না। ডেভিল হান্ট মানে ফ্যাসিস্টকে জানি। এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি।’

এই সম্পর্কিত আরো

ঘরবাড়ি ভাংচুর, অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি নবীগঞ্জে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে দু’পক্ষে গভীর রাতে সংঘর্ষ আহত ২৫

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

কৃষকদল নেতা গণি মিয়ার শয্যাপাশে বিএনপি নেতা খসরু

দলের কেউ দখলবাজী কিংবা অপকর্ম করলে দল তার দায় নিবে না : বিশ্বনাথে লুনা

কোরআনকে সংসদে পাঠাতে চাই : অধ্যক্ষ আব্দুল হান্নান

সিলেটে ইফতার মাহফিলে বক্তারা ওয়াসিমের খুনিকে ‘ভাতা প্রদান’ বিপ্লবের স্পিরিটকে ধ্বংস করার গভীর চক্রান্ত

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইদবস্ত্র বিতরণ করলো শাবির কিন

লাউড়েরগড়-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়ক পথে ট্রাকে অবৈধ পাথর,কয়লা,বালু ও মাদক পাচার

কুলাউড়ায় ১২০টি পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়ায় সায়ান হত্যা আসামীদের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ছেলেহারা মা