মৌলভীবাজারের কুলাউড়ায় রেহানা চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ২৫টি চা শ্রমিক পরিবারকে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
দুর্গম টিলা ও আঁকাবাঁকা পথ পেরিয়ে চা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন কালিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণদাস অলমিক, লক্ষ্মীপুর হলিক্রস স্কুলের শিক্ষক দিলীপ দাস, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় দেবনাথ, রেহানা চা বাগানের পঞ্চায়েত সভানেত্রী বিনতা ভৌমিক, কালিটি মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিল্পী অলমিক, চা শ্রমিক জয়া রিকমন ও শিমুল কুর্মী।
শীতার্ত চা শ্রমিকদের পাশে দাঁড়াতে যুক্তরাজ্যে অবস্থানরত একজন প্রবাসীর আর্থিক সহায়তায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।