গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে শুরু করে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত মোট আটটি ফটোকার্ড তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ধারাবাহিক এই কার্যক্রম গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
ওই ফটোকার্ডে লেখা রয়েছে—স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়তে ‘হ্যাঁ’তে সিল দিন।
এর আগে ২২ ডিসেম্বর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সামনে রেখে প্রচারণার উদ্দেশ্যে বিশেষভাবে নকশাকৃত ‘সুপার ক্যারাভ্যান’ নামে ১০টি ‘ভোটের গাড়ি’ দেশব্যাপী যাত্রা শুরু করে। এই প্রচারণার মূল প্রতিপাদ্য হলো, ‘দেশের চাবি আপনার হাতে’।
তাছাড়া সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয় সাতটি সংক্ষিপ্ত টিভিসি তৈরি করেছে, যেখানে ফেলানী হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, ব্যাপক প্রতিবেশী প্রভাব ও নির্ভরশীলতা ইত্যাদি ঘটনা তুলে ধরা হয়েছে। এসব টিভিসি দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হবে, যাতে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি পায়। সরকার আরও অন্তত ৩০টি টিভিসি তৈরির পরিকল্পনা করেছে।