সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বিশ্বনাথে ব্যাংক চুরির চেষ্টা ব্যর্থ, অল্পটুকু অর্থ ও সামগ্রী নিয়ে চোররা পালালো হবিগঞ্জ-১ আসনে নাটকীয় সিদ্ধান্তের ইঙ্গিত, সরে যেতে পারেন শেখ সুজাত ওসমানীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২ সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সেলিম আহমদ জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ঘিলাছড়া  দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছরপূর্তি উদযাপন জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ধ্বংস ৫০টি নৌকা—অধরা বালু ব্যবসায়ী জামালগঞ্জে দেড় কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
advertisement
জাতীয়

মনোনয়নপত্র আপিলের শুনানি আজ থেকে শুরু, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত

মনোনয়নপত্র আপিলের আবেদনগুলোর শুনানি আজ শনিবার থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে গত পাঁচ দিনে নির্বাচন কমিশনে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জমা পড়ে ৬৩০টি এবং গ্রহণের বিপক্ষে ১৫টি।

গতকাল শুক্রবার শেষ দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল কেন্দ্রে আবেদন জমা পড়ে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই সময় পর্যন্ত ১৭৬টি আবেদন জমা পড়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল কেন্দ্রে এসেছেন,তাদের সবার আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

গত সোমবার আপিল আবেদন গ্রহণ শুরু হয়। নির্বাচন ভবন প্রাঙ্গণে আপিল কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে প্রথম দিন ৪২টি , দ্বিতীয় দিন ১২২, তৃতীয় দিন ১৩১, চতুর্থ দিন ১৭৪টি আবেদন জমা পড়ে।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইকালে ৩০০ আসনে জমা পড়া মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়। ৭২৩ জনের প্রার্থিতা বাতিল হয়। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

আবেদন করেননি বাদ পড়া ৯৩ প্রার্থী। কয়েকটি অঞ্চল থেকে ১৫ জন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে আবেদন জমা পড়েছে বলে ইসি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মনোনয়নপত্র বাতিল হওয়া ৯৩ জন প্রার্থী ইসিতে আপিল আবেদন করেননি। ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। শেষ দিন শুক্রবার পর্যন্ত তাদের মধ্যে ৬৩০ জন আবেদন করেন।

এদিকে কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা বাতিল চেয়ে শুক্রবার পাল্টাপাল্টি আপিল আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ। গত বৃহস্পতিবার ঋণখেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবীরা। ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্ট আদেশ দেওয়ার পর তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

আজ থেকে আপিল শুনানি হবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনে। নির্বাচন ভবনের মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে দুদফায় বিকেল ৫টা পর্যন্ত চলবে শুনানি।

আপিল আবেদন জমার ক্রমানুসারে শুনানি হবে। দৈনিক ৭০টি করে শুনানি হবে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তাঁর প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে ইসি।

আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখ নির্ধারণ হয়েছে। ১০ জানুয়ারি আপিল নম্বর ১-৭০, ১১ জানুয়ারি ৭১-১৪০, ১২ জানুয়ারি ১৪১-২১০, ১৩ জানুয়ারি আপিল নম্বর ২১১-২৮০, ১৪ জানুয়ারি ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি আপিল নম্বর ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি আপিল নম্বর ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি আপিল নম্বর ৫৬১ থেকে সবগুলোর শুনানি হবে।

ইসি জানায়, শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ইমেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এ ছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

ইসির তপশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি ।

এই সম্পর্কিত আরো

বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিশ্বনাথে ব্যাংক চুরির চেষ্টা ব্যর্থ, অল্পটুকু অর্থ ও সামগ্রী নিয়ে চোররা পালালো

হবিগঞ্জ-১ আসনে নাটকীয় সিদ্ধান্তের ইঙ্গিত, সরে যেতে পারেন শেখ সুজাত

ওসমানীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন

কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সেলিম আহমদ

জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ঘিলাছড়া  দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছরপূর্তি উদযাপন

জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ধ্বংস ৫০টি নৌকা—অধরা বালু ব্যবসায়ী

জামালগঞ্জে দেড় কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার