✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
জাতীয়

ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা

রাজধানীর মতিঝিলে এনসিটিবির সামনে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো পাঠানো এক বার্তায় এই নিন্দা জানানো হয়।

   
এতে বলা হয়, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে। হামলার সঙ্গে সম্পৃক্ত দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য হামলাকারী যাওয়ার চিহ্নিত এবং দ্রুত গ্রেপ্তার হবে। সব দুষ্কৃতীকে বিচারের আওতায় আনা হবে।

বার্তায় আরো বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় অনুপ্রাণিত হয়ে সরকার স্পষ্ট ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশে গণসহিংসতা, বর্ণবিদ্বেষ ও সাম্প্রদায়িক ঘৃণার কোনো স্থান নেই। সরকার সতর্ক করছে যে, যারা সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা ব্যাহত করে এমন কার্যকলাপে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো