শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে বিএনপি ও যুবদল নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবি, ভিডিও-অডিও ভাইরাল মাদক ব্যবসায়ীদের যমদূত: হবিগঞ্জে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান দক্ষিণ সুরমায় রেললাইনে পড়ে ছিল জৈন্তাপুরের কলেজছাত্রের লাশ আরপিও সংশোধন - জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে কে হচ্ছেন জাতিসংঘের নতুন মহাসচিব ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৮.১ শতাংশ দেড় বছর পর বাংলাদেশের সিরিজ জয় বিশ্বের ৭ সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করবে না: যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে: জার্মান রাষ্ট্রদূত
advertisement
জাতীয়

আরপিও সংশোধন

জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে

নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অনুমোদিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না।


সংশোধিত আরপিওর নানা দিক তুলে ধরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, যদি নির্বাচনী জোট হয়, তাহলে জোটের অংশ হলেও দলের যে প্রতীক, তা দিয়ে নির্বাচন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংজ্ঞা, সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসম্পর্কিত যেসব বিধান ছিল, সেগুলো বিলুপ্ত করা হয়েছে। বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না, এটিও যুক্ত করা হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, যারা নির্বাচন করবেন, তাদের অ্যাফিডেভিটের মাধ্যমে দেশি-বিদেশি উৎস থেকে যত আয় ও সম্পত্তি আছে, তার সবকিছুর বিবরণ দিতে হবে। প্রধান উপদেষ্টা এই নির্দেশ দিয়েছেন এবং তা অনলাইনে প্রকাশ করা হবে। প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। জেলা নির্বাচনী কার্যালয় জেলার নির্বাচনী কর্মকর্তা ঠিক করবেন।

সংশোধিত আরপিওতে ‘না’ ভোটের বিধান রাখার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, “যে সংসদীয় আসনে একজন প্রার্থী থাকবেন, সেখানে ভোটাররা ‘না’ ভোট দিতে পারবেন। আর কোনো সংসদীয় আসনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন।”

এই সম্পর্কিত আরো

সিলেটে বিএনপি ও যুবদল নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবি, ভিডিও-অডিও ভাইরাল

মাদক ব্যবসায়ীদের যমদূত: হবিগঞ্জে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান

দক্ষিণ সুরমায় রেললাইনে পড়ে ছিল জৈন্তাপুরের কলেজছাত্রের লাশ

আরপিও সংশোধন জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে

কে হচ্ছেন জাতিসংঘের নতুন মহাসচিব

২১ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৮.১ শতাংশ

দেড় বছর পর বাংলাদেশের সিরিজ জয়

বিশ্বের ৭ সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করবে না: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে: জার্মান রাষ্ট্রদূত