সোমবার, ২০ অক্টোবর ২০২৫
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে ফসলি জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা, বাধা দেয়ায় জমির মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতসহ সমমনা ৮ দল অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে: সালাহউদ্দিন ঢাকায় নারী গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার, অপমৃত্যুর মামলা ধর্ম অবমাননার মামলায় ‎নর্থ সাউথের অপূর্বের স্বীকারোক্তি ‎ গোলাপগঞ্জে হাঙ্গার প্রজেক্টের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চান পরিবেশ উপদেষ্টা মনোনয়নপ্রত্যাশীদের মির্জা ফখরুল : সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা চুক্তি শিগগিরই
advertisement
জাতীয়

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা চুক্তি শিগগিরই

শ্রম সহযোগিতাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শিগগিরই নতুন চুক্তি হবে বলে জানিয়েছেন কুয়েতের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা জানান তিনি।

এদিন বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্রসচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শ বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যকার এফওসিতে কুয়েতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সামি ঈসা জোহর হায়াত।

বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার ও বহুমাত্রিক সহযোগিতায় রূপ দিতে বৈঠকে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।

তিনি বলেন, কুয়েত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, আর এই প্রথম আমরা দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক পরামর্শ সভা করলাম। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

আমরা আমাদের যৌথ এজেন্ডার নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি।
তিনি বলেন, বৈঠকে খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, শিক্ষা ও উচ্চশিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, সামরিক সহযোগিতা এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান—এসব খাতকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হয়েছে।

সামি ঈসা জোহর হায়াত বলেন, আমরা এসব ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণে একমত হয়েছি এবং শিগগিরই একাধিক নতুন চুক্তি স্বাক্ষর হবে।

এই রাষ্ট্রদূত আরো জানান, সকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলির একটি চিঠি হস্তান্তর করেন।
উক্ত চিঠিতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আবারও ১৯৯০ সালের কুয়েতের দখলদারত্বের সময় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তখন থেকে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সেনা আমাদের পাশে থেকে মাইন অপসারণ ও মানবিক সহায়তা দিয়ে আসছেন।

তিনি বলেন, কুয়েত ও বাংলাদেশের সম্পর্ক একদিন বা এক বছরের নয়, এটি ৩৬ বছরের অবিচ্ছিন্ন সহযোগিতার ফল, যা আমরা ভবিষ্যতে আরও প্রসারিত করবো।

বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও ফ্লাইট বৃদ্ধি নিয়েও আলোচনা হয় বলেও জানান কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বর্তমানে কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে সাতটি, আলজাজিরা এয়ারওয়েজ ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস তিনটি ফ্লাইট পরিচালনা করছে। আমরা বাংলাদেশে আরও নতুন রুট ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছি, যা শিগগিরই বাস্তবায়িত হবে।’

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে ফসলি জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা, বাধা দেয়ায় জমির মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতসহ সমমনা ৮ দল

অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা

বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে: সালাহউদ্দিন

ঢাকায় নারী গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার, অপমৃত্যুর মামলা

ধর্ম অবমাননার মামলায় ‎নর্থ সাউথের অপূর্বের স্বীকারোক্তি ‎

গোলাপগঞ্জে হাঙ্গার প্রজেক্টের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চান পরিবেশ উপদেষ্টা

মনোনয়নপ্রত্যাশীদের মির্জা ফখরুল : সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা চুক্তি শিগগিরই