রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চান পরিবেশ উপদেষ্টা মনোনয়নপ্রত্যাশীদের মির্জা ফখরুল : সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা চুক্তি শিগগিরই পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা কারাগার শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসন হয় : ডিআইজি প্রিজনস আলতাব হোসেন জবি ছাত্রদল নেতা খুন! সিলেটে শাড়ির বিশাল চালানসহ আটক রয়েল-আজির সুনামগঞ্জে সাত দফা দাবিতে সওজ কর্মচারীদের মানববন্ধন আবেদনের পরেও নেই পদক্ষেপ, মৌলা সেতুতে ঝরছে প্রাণ ছুটি না নিয়েই বিদেশে: সিলেটে প্রাথমিক বিদ্যালয়ের আরও চার শিক্ষিকা চাকরিচ্যুত
advertisement
জাতীয়

৭ঘন্টা পর নিয়ন্ত্রণে আগুন

পুড়লো কার্গো ভিলেজ, শাহজালালে ফ্লাইট চলাচল শুরু

ভয়াবহ আগুনে পুড়লো হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কার্গো ভিলেজের আমদানি করা পণ্য রাখার এলাকা। অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখায় আটকা পড়েন শত শত যাত্রী। ঢাকামুখী অনেক ফ্লাইট সিলেট, চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করে। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা- নানা প্রশ্ন দেখা দিয়েছে। উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়েছে নানা মহল থেকে। প্রশ্ন উঠেছে এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি নাশকতা।

বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকারের তরফেও বলা হয়েছে, এ ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় ব্যবস্থা নেয়া হবে। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ন’টায় ফ্লাইট চালুর ঘোষণাও দেয়া হয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। 

বিমানবন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কার্গো ভিলেজ। যেখানে বিদেশ থেকে আমদানি করা পণ্য রাখা হয়। আবার বিদেশে রপ্তানিযোগ্য পণ্যও সেখানে রাখা হয়। কিন্তু এ রকম একটি জায়গায় আগুন লাগার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে সেখানকার অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি সামনে এসেছে। প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমান জানাতে না পারলেও আশঙ্কা করা হচ্ছে ক্ষতির পরিমাণ হাজার কোটি হবে। রাজনৈতিক নেতারাও ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে নাশকতা হিসেবে দেখছেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েজন কর্মী ও ২৫ জনের মতো আনসার সদস্য আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাস্টমস এজেন্টের নেতারা বলেছেন, কার্গো ভিলেজের যে অংশে কুরিয়ারের গুদাম থাকে সেই অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম ভূঁইয়া মিঠুর ভাষ্য, শনিবার সরকারি ছুটির দিনে দুপুর ২টা পর্যন্ত কার্গো ভিলেজের নিয়মিত কাজকর্ম চলে। সেখানে তখনো অনেক শ্রমিক ও আনসারসহ লোকজন ছিলেন। কিন্তু আগুন লাগার পর আনসারসহ অন্যরা সবাইকে সরিয়ে দেন। তখন বলা হয়, এই গুদামে রাসায়নিক পদার্থ রয়েছে বিস্ফোরণ ঘটতে পারে; সবাই সরে যান। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে কার্গো ভিলেজের নিয়মিত কাজকর্ম বন্ধ থাকলেও কুরিয়ার শাখায় আধাবেলা কাজকর্ম চলে। এ কারণে এক শিফটের কর্মীরা আগেই বের হয়ে গিয়েছিলেন। পরবর্তী শিফটে যাদের আসার কথা ছিল, তাদের অনেকে তখনও ঢোকেননি। আবার সারা দিনের শিফটে যাদের কাজ করার কথা ছিল, তাদের তখন দুপুরের খাবারের বিরতি চলছিল। এ কারণে আগুন লাগার সময় সেখানে এয়ারলাইন্স ও এজেন্টদের কর্মী কম ছিল। 

মিঠু বলেন, কুরিয়ার গুদামের একপাশে রাসায়নিকের গুদাম রয়েছে। তিনি দাবি করেন, আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের গাড়ি ৮ নম্বর ফটকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। অনুমতিজনিত জটিলতায় তারা ঢুকতে পারছিলেন না। মিঠু বলেন, স্মরণকালের ভয়াবহ ক্ষতির মুখে পড়লাম। আমদানি করা সব মূল্যবান মালামাল পুড়ে গেছে। কার্গো ব্যবস্থাপনা এখন অচল প্রায়। যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। কার্গোর নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, স্কাই ক্যাপিটালের গুদাম থেকে আগুনের উৎপত্তি হয়। সেখানে কেমিক্যাল থাকার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।  তিনি বলেন, কার্গোর ৩ নম্বর গুদাম, কার্গো ভিলেজ পুড়ে গেছে। আগুনের তীব্রতা ও ভয়াবহতা অনেক বেশি। স্মরণকালের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেনি। গার্মেন্টস পণ্য, ওষুধ, কেমিক্যাল, টেলিকমিউনিকেশন যন্ত্রপাতিসহ মূল্যবান আমদানি করা মালামাল পুড়ে গেছে। পুরো কার্গো অচল। এটি ঠিক করতে সময় লাগবে। তিনি আরও বলেন, হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এটি কীভাবে পূরণ হবে- তা বলা সম্ভব নয়।

এদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। 

তদন্ত কমিটি গঠন:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিমানের ফ্লাইট সেফটি বিভাগে প্রধানকে সভাপতি ও ইন্স্যুরেন্স বিভাগের উপ-ব্যবস্থাপককে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিমানের কর্পোরেট সেফটি ও কোয়ালিটির মহাব্যবস্থাপক, কোয়ালিটি এস্যুরেন্সের চিফ ইঞ্জিনিয়ার, উপ- মহাব্যবস্থাপক সিকিউরিটি ও উপ-মহাব্যবস্থাপক কার্গো রপ্তানি। কমিটির সদস্যরা অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ, অগ্নিকাণ্ডের দায়দায়িত্ব চিহ্নিত করা ও ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশ করবেন। 

স্থগিত ছিল ফ্লাইট ওঠানামা:

আমদানি কার্গোতে অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রথম দিকে রাত ৯টা পর্যন্ত ফ্লাইট বন্ধ স্থগিত ঘোষণা করা হয়। এ সময় কোনো ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যায়নি। একাধিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি ওই সময় শাহজালালে কোনো ফ্লাইট অবতরণ করেনি। তাই যেসব ফ্লাইট অগ্নিকাণ্ডের সময় ঢাকায় অবতরণের কথা ছিল সেগুলো চট্টগ্রাম, সিলেট, কলকাতা, করাচি, কাঠমান্ডুসহ আশেপাশের দেশের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 

লিমনের ৭ কোটি টাকার পণ্য পুড়ে ছাই:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে সেগুনবাগিচার ব্যবসায়ী লিমন হোসেনের ৭ কোটি টাকার মালমাল পুড়ে গেছে। লিমন হোসেন বলেন, গত বুধবার চীন থেকে জুতা, ব্যাগ, গার্মেন্টস পণ্য আমদানি করা হয়। রোববার ব্যাংকের কাজ শেষ করে মালামাল বের করার কথা ছিল। কিন্তু তার আগে আগুনে সব পুড়ে গেছে। এয়ারপোর্টের ভেতর থেকে আমাদের সোর্স নিশ্চিত করেছে। আমার সব শেষ হয়ে গেল। তিনি বলেন, আমার কাছ থেকে দেশের বিভিন্ন জেলার ডিলারেরা মালামাল পাইকারি কিনতেন। আমাদের ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেল। এ ক্ষতি কমাতে সরকারের সহযোগিতা চাই।

আমদানি কার্গোতে আগুন রপ্তানি কার্গো অক্ষত:

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমদানি কার্গোতে শুধুমাত্র দুর্ঘটনাটা ঘটেছে। রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। যখন ইনভেস্টিগেশন করবো আপনাদের তথ্য আমলে নিবো। আমাদের কাছে জরুরি হচ্ছে এয়ারপোর্ট চালু করা। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। ক্ষতি নিরূপণ করা এবং সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে তদন্ত করা। বশির উদ্দিন বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি। আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া চাই। 
 
২৫ আনসার সদস্য আহত:

আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে আনসারের উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন জানিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে বিভিন্ন কোম্পানির আমদানি করা কেমিক্যাল, গার্মেন্টস পণ্য, ইলেকট্রনিকস ও মেশিনারিজ পণ্য যেখানে রাখা হয়, সেখানে আগুন লাগে। আনসার সদস্যরা প্রাথমিক মুহূর্তে আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বিমানবন্দরে কর্মরত প্রায় এক হাজার আনসার সদস্য উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহযোগিতা করছেন বলে জানান তিনি।

এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত:

সমপ্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। মহাসচিব বলেন, সমপ্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড এবং আজকের বিমানবন্দরের আগুনের ঘটনাকে জনগণ একইসূত্রে গাঁথা বলে মনে করছে। এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত। দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনো সক্রিয়, যারা গণঅভ্যুত্থানের সাফল্যকে ব্যর্থ করতে চাইছে। বিবৃতিতে শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফখরুল বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টের দোসররা নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে। বিএনপি মহাসচিব অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আগুনের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত:

দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক পোস্টে এমন মন্তব্য করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে। তিনি আরও লিখেছেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।

এই সম্পর্কিত আরো

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চান পরিবেশ উপদেষ্টা

মনোনয়নপ্রত্যাশীদের মির্জা ফখরুল : সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা চুক্তি শিগগিরই

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা

কারাগার শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসন হয় : ডিআইজি প্রিজনস আলতাব হোসেন

জবি ছাত্রদল নেতা খুন!

সিলেটে শাড়ির বিশাল চালানসহ আটক রয়েল-আজির

সুনামগঞ্জে সাত দফা দাবিতে সওজ কর্মচারীদের মানববন্ধন

আবেদনের পরেও নেই পদক্ষেপ, মৌলা সেতুতে ঝরছে প্রাণ

ছুটি না নিয়েই বিদেশে: সিলেটে প্রাথমিক বিদ্যালয়ের আরও চার শিক্ষিকা চাকরিচ্যুত