সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজকে প্যারিসে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করেছেন ফ্রান্সে বসবাসরত সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ। যুক্তরাজ্য থেকে ফ্রান্সে সংক্ষিপ্ত সফরে এলে গত ৮ সেপ্টেম্বর রাতে ফ্রান্সের ক্যাথসিমায়ার একটি অভিজাত রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজ ছাত্রদলের সাবেক মূখ্য দায়িত্বপ্রাপ্ত নেতা (২০০৬-২০১৫), কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ এমসি কলেজ শাখার আহ্বায়ক এবং ফ্রান্স বিএনপি নেতা আবু ছালেহ শামীম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন শামসুল এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল বাশার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল আহাদ, কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ চৌধুরী কাওসার, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ গিয়াস উদ্দিন, ফ্রান্স বিএনপি নেতা জুয়েল আহমেদ, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা বাপ্পী আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সুরমান আলী, বেলাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ মুবাশ্বির জহির, সিলেট মহানগর ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাসীম আহমেদ রাফি, ফ্রান্স জাসাস’র আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী রুবেল, রুম্মান আহমদ, নুরুল ইসলাম, রুবেল আহমেদ, ইমরান হোসেন, আব্দুল আলী প্রমুখ।
বক্তারা সৈয়দ মিনহাজের রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এই আয়োজনের মাধ্যমে প্রবাসে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে সংহতি ও ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপিত হলো।