বুধবার, ২৩ জুলাই ২০২৫
বুধবার, ২৩ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
প্রবাস

যুক্তরাজ্যে বিশ্বনাতের মেয়ে ‘আনিকা’র সাফল্য

যুক্তরাজ্যের ব্রিটেনের বার্টস এন্ড দ্যা লন্ডন স্কুল অফ মেডিসিন এন্ড ডেনটিসট্রী থেকে সোমবার (২১ জুলাই) অনার্সসহ আই.বি.এস.সি-এর উপর এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথের কৃতিসন্তান আনিকা জেসমিন।

আনিকা বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কবির মিয়া ও সৈয়দা নিশাতারার কন্যা। ৪ বোন ও ১ ভাইয়ের মধ্যে আনিকা জেসমিন সবার বড়। নিজের সাফল্যের জন্য আনিকা জেসমিন ‘বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকার অসামান্য অবদান রয়েছে দাবী করে শিক্ষাজীবনে আরোও উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আত্বীয়-স্বজনসহ দেশবাসী ও প্রবাসীদের দোয়া কামনা করেছেন।

এই সম্পর্কিত আরো