১৪ জুলাই, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের আস্টনে অবস্থিত দারুসসুন্নাহ হলরুমে খেলাফত মজলিস বার্মিংহাম শাখার নিয়মিত নির্বাহী বৈঠক ও বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনার পর ৪৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। এতে মাওলানা আ ফ ম শুয়াইব আহমদ সভাপতি এবং হাফিজ মাওলানা হুসাইন আহমেদ সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।
এছাড়া তরুণ আলেম হাফিজ মাওলানা শাফিউল ইসলামকে যুব বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ খেলাফত মজলিসের গঠনতন্ত্র ও আদর্শ অনুযায়ী ইসলামী আন্দোলন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুব সমাজকে ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা জানান।