যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেষ্টারে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারসহ অপর ৩ কিশোর নিহত হয়েছেন। তাদের সবার বাড়িই সিলেটে। তবে বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১০ জানুয়ারি স্থানীয় সময় দিবাগত রাত পৌণে ১টার দিকে বোল্টনের উইগান রোডে একটি ট্যাক্সির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানী ঘটেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও আছেন। তাদের তিনজনের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। অপরজনের বয়স প্রায় ৫০ বছর। এছাড়াও অপর ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহত তিন কিশোরের নাম মুহাম্মদ দানিয়াল আসগর আলী, ফারহান প্যাটেল এবং মোহাম্মদ জিব্রাইল মুখতার। এর বেশী পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বোল্টনের বাসিন্দা। ট্যাক্সি চালকের নাম মাসরব আলী। তিনি ব্ল্যাকবার্নের বাসিন্দা।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।