মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট মহানগর ছাত্রলীগের নেতা রাজিক গ্রেফতার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত : বিএনপি নিউইয়র্কে নেতাদের ওপর হামলা, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যর্থতায় ক্ষোভ সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির জামালগঞ্জে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির  মোটিভেশনাল ওয়ার্কশপ টাংগুয়ার হাওরে ২৫ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা সড়কে পুলিশের অভিযান: আজ সকালে আরও ৬৬ গাড়ি আটক, ১৮ মামলা শাপলা পাচ্ছে না এনসিপি আখতারকে ‘ডিম ছোড়া’ সিলেটের যুবলীগ নেতা মিজান সম্পর্কে যা জানা গেলো
advertisement
আন্তর্জাতিক

আখতারকে ‘ডিম ছোড়া’ সিলেটের যুবলীগ নেতা মিজান সম্পর্কে যা জানা গেলো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মিজানুর রহমানের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। তিনি সিলেট জেলা যুবলীগের সদস্য। আখতার দীর্ঘদিন থেকে আমেরিকায় স্ব-পরিবারে থাকেন। তাঁর ভাইও নিউইয়র্কে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

আখতারের উপর ডিম নিক্ষেপের কথা ফেসবুকে নিজেই স্বীকার করেছেন মিজানুর রহমান। এ ঘটনার একটি ভিডিও জুড়ে দিয়ে ফেসবুকে মিজানুর রহমান লিখেন- ‘খাইয়া দিছি টেরোরিস্ট আকতারকে’।

পুলিশের তাকে আটকের পরও ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মিজানুর রহমান চৌধুরী। বাংলাদেশ সময় বেলা ১২টার সময় তিনি ফেসবুকে লিখেন- ‘আমি কারাগার থেকে বলছি, শেখ হাসিনার কর্মী মিজানুর রহমান চৌধুরী। জয় বাংলা।’

মিজানের বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান।

প্রত্যক্ষদর্শী সুলাইমান হক জানান, বিএনপি–সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন, মিজানুর রহমান তাঁকে ছুরি দিয়ে মারতে এসেছেন। এরপর নিউইয়র্ক পুলিশ তাঁকে আটক করে।

বিক্ষোভ শেষে সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতা–কর্মীরা আনন্দ উদ্‌যাপন করছিলেন। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে আটক করে। বুধবার তাঁকে আদালতে নেওয়া হবে বলে জানা গেছে। অবশ্য আরেকটি সূত্র জানিয়েছে, জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন মিজানুর । তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

আটক করার পর মিজানুর রহমান ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। তাঁর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও স্লোগান দেন।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে আখতার হোসেনকে যুবলীগ কর্মী মিজানুর ডিম ছোড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা সেখানে ছিলেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তাঁরা সেখানে বিক্ষোভ করেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে। সে অনুযায়ী সন্ধ্যায় তাঁরা সেখানে বিক্ষোভ করেন। রাস্তার দুই পাশে পরস্পরবিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগ। সেখানে এনসিপি নেতা আখতার হোসেন এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন।

এই সম্পর্কিত আরো

সিলেট মহানগর ছাত্রলীগের নেতা রাজিক গ্রেফতার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল

ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত : বিএনপি

নিউইয়র্কে নেতাদের ওপর হামলা, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যর্থতায় ক্ষোভ

সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

জামালগঞ্জে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির  মোটিভেশনাল ওয়ার্কশপ

টাংগুয়ার হাওরে ২৫ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা

সড়কে পুলিশের অভিযান: আজ সকালে আরও ৬৬ গাড়ি আটক, ১৮ মামলা

শাপলা পাচ্ছে না এনসিপি

আখতারকে ‘ডিম ছোড়া’ সিলেটের যুবলীগ নেতা মিজান সম্পর্কে যা জানা গেলো