শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন বাসিন্দারা

ইসরাইলি হামলায় লেবাননে ভূতুড়ে গ্রাম

লেবাননে ভঙ্গুর যুদ্ধবিরতির এক বছরেরও বেশি সময় পার হয়েছে। তবুও দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে শান্তি স্থায়ী হয়নি। ইসরাইলি সেনাবাহিনী এখনো কিছু অঞ্চলে ঘাঁটি গেড়ে আছে। ফলে প্রায় এক লাখ মানুষ তাদের বাড়িতে ফিরতে পারছেন না।

পরিস্থিতি এমন যে, ইসরাইলের হামলায় লেবাননের কিছু এলাকা ‘ভুতূড়ে গ্রামে পরিণত হয়েছে। বুধবার আল-জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

ইসরাইলের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত লেবাননের আবু চাচ গ্রাম। যুদ্ধের দীর্ঘ সময় পর সেখানে ফিরে এসেছে শাব্বি পরিবারসহ বেশ কয়েকজন। পরিবারের প্রধান কাওথার জানান, আমরা একটি আদিম জীবনযাপন করছি। তাদের ঘর ধ্বংস হওয়ায় তারা গরুর খোঁয়াড়ে ঘুমাচ্ছে। স্কুল এবং দোকান ধ্বংস হওয়ায় গ্রামে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, এবং শিশুদের শিক্ষা বন্ধ রয়েছে। ইসরাইলের ২০২৪ সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহকে লক্ষ্য করে করা সর্বাত্মক যুদ্ধের পর দুই মাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি অনেক মানুষকে তাদের বাড়িতে ফিরে আসতে বাধা দিচ্ছে। 

কাওথার বলেন, আমরা ভাড়া দিতে পারিনি। আমাদের জীবিকার জন্য আমাদের জমির ওপর নির্ভর করতে হয়, তাই আমাদের ফিরে আসতে হয়েছে। গ্রামের একমাত্র সহায়ক হিসাবে উপস্থিত আছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। তারা কেবল রাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃস্থাপনেই নয়, স্থানীয় মানুষের মানবিক চাহিদা পূরণে কাজ করছে। 

কাওথার বলেন, নিকটতম মুদি দোকানটি ৩০ মিনিটের গাড়ি দূরে। জীবিকা ও খাদ্যের জন্য প্রতিদিন প্রচেষ্টা করতে হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলি হামলায় বেসামরিক স্থাপনার ব্যাপক ধ্বংসের তদন্তের আহ্বান জানিয়েছে। 

এরিকা গুয়েভারা রোসাস, অ্যামনেস্টির সিনিয়র পরিচালক, বলেন, ‘এ ধরনের ধ্বংসযজ্ঞ পুরো এলাকা বসবাসের অযোগ্য করে তুলেছে। এক বছরেরও কম সময়ে প্রায় ১০,০০০ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

শাব্বি পরিবারের মেয়ে জাহরা বলেন, পূর্বে আমাদের গ্রামে দোকান, বন্ধু, স্কুল ছিল। এখন তা নেই। তবে আমরা ফিরে আসতে পেরে খুশি। প্রায়শই অন্যান্য পরিবার বিপদের কারণে গ্রামে ফিরে আসতে পারছে না। ইসরাইলের সীমান্তবর্তী গ্রামগুলো জনশূন্য, এবং রাস্তাগুলো বন্ধ। লেবানন সরকার ইসরাইলকে তাদের ভূখণ্ড থেকে সেনা সরাতে বলছে। কিন্তু ইসরাইল দাবি করছে, আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে।

শাব্বি পরিবার রাজনীতি নিয়ে কথা বলতে চায় না। কাওথার বলেন, আমরা কেবল শান্তিতে আমাদের জীবনযাপন করতে চাই। এই পরিবারের জন্য, ধ্বংসপ্রাপ্ত গ্রামই এখন তাদের একমাত্র ঘর।

এই সম্পর্কিত আরো