শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

ব্যর্থ মার্কিন প্যাট্রিয়ট, রাশিয়ার এস-৪০০-তে ঝুঁকবে কাতার?

কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ইসরাইলি হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। 

রাশিয়ার সামরিক বিশ্লেষক ইগর করোনচেঙ্কো সংবাদমাধ্যম স্পুটনিককে বলেছেন, কাতারকে একটি বাস্তব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য রাশিয়ার এস-৪০০, ভাইকিংস এবং টর-এম২ ব্যবস্থা কিনে নেওয়া উচিত। 

করোনচেঙ্কো বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে যে কাতারের একমাত্র মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমে নির্ভর করা আর কার্যকর নয়।  আর এসব ঘটনা দেশটির সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়নের গুরুতর কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, প্যাট্রিয়ট সিস্টেমে বড় বড় দুর্বলতা রয়েছে, যেমন সীমিত গুলির সংখ্যা, কম গতিশীলতা এবং এমন ‘ব্যাকডোর’, যা মার্কিন স্বার্থের সঙ্গে সামঞ্জস্য না থাকলে দূর থেকে এটি নিষ্ক্রিয় করা যায়।

করোনচেঙ্কোর মতে, প্যাট্রিয়ট সিস্টেম ৩৬০ ডিগ্রি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম নয়। এটি ট্রাকের মাধ্যমে পরিবহণ করা হয়, যেখানে রাশিয়ার অত্যাধুনিক ট্র্যাক বা চাকার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অনেক বেশি গতিশীল।

তিনি বলেন, ‘একমাত্র বিকল্প হলো—রাশিয়া’।

তিনি আরও উল্লেখ করেন,  কাতার এবং রাশিয়ার মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে, বিশেষ করে নেতৃত্ব স্তরে।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রতিরক্ষা শিল্প উন্নত সিস্টেম সরবরাহ করতে সক্ষম এবং এই প্রসঙ্গে কাতার একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

করোনচেঙ্কো জোর দিয়ে বলেন, কাতারের একটি বহস্তরীয় এয়ার ডিফেন্সের প্রয়োজন, যা দীর্ঘ-পরিসরের এস-৪০০, মধ্য পরিসারের ভাইকিংস (বুক-এম৩-এর রফতানি সংস্করণ) এবং সংক্ষিপ্ত-পরিসরের (টর-এম২) অন্তর্ভুক্ত করতে পারে। এই সংমিশ্রণ সমস্ত উচ্চতা এবং হুমকির ধরণকে কাভার করতে সক্ষম।

টর-এম২ সম্পর্কে তিনি বলেন, এটি ভিআইপি আবাসন, গ্যাস সুবিধা, বন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য নমনীয় নিকটবর্তী সুরক্ষা প্রদান করে। এর গতিশীলতা মানে হুমকির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রুত পুনর্বিন্যাস করা সম্ভব।

করোনচেঙ্কো বলেন, যুক্তরাষ্ট্র এখন আর নির্ভরযোগ্য সহযোগী নয়। তাই কাতার মার্কিন নিরাপত্তা ছাতার উপর নির্ভর করতে পারবে না। কাতারের নিজস্ব সার্বভৌম এয়ার ডিফেন্স ব্যবস্থা গড়ার জন্য পর্যাপ্ত সম্পদ রয়েছে—এবং রাশিয়া তা বাস্তবায়নে সাহায্য করতে প্রস্তুত।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।

ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।

ইসরাইলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলাকে একতরফা বলে উল্লেখ করেছে।

সূত্র: মেহের

এই সম্পর্কিত আরো