নিরাপত্তা ইস্যুতে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবারের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষ পরিস্থিতি এবং নিরাপত্তা সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জনসাধারণের অস্বস্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। বিমানবন্দরটির সাধারণ ব্যবস্থাপক হংস রাজ পাণ্ডে জানান, কোটেশ্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তবে বিমানবন্দর চালু আছে। পাইলট ও ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে না পারায়ও ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। নিরাপত্তার ইস্যুতে বুদ্ধ এয়ারসহ সকল অভ্যন্তরীণ বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে।