শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিয়ানীবাজারে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল জামালগঞ্জে ডেবিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার এসআই তানজিলের ছত্রছায়ায় জাফলংয়ে লুটপাটের রাজত্ব কুলাউড়া থেকে সিলেট পায়ে হেঁটে রেকর্ড গড়লেন কনটেন্ট ক্রিয়েটর নয়ন চাষা সীমান্তে ভারতীয়দের গুলিতে ২ বাংলাদেশি নিহত, আহত ১ করিম উল্লাহ ও সিটি সেন্টারে ডিবির অভিযান: ৪২২ টি ফোনসহ আটক ৪ ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা
advertisement
আন্তর্জাতিক

ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) পাঁচ শতাধিক কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।  

শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

হোয়াইট হাউস দীর্ঘদিন ধরে ভয়েস অব আমেরিকাকে ‘উগ্রপন্থি’ আখ্যা দিয়ে আসছে। এবার সংস্থাটিকে সীমিত করে আনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো।

ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে।’

তবে কর্মচারীদের ইউনিয়ন এটিকে অবৈধ আখ্যা দিয়েছে। বিবিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকার বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচারমাধ্যমে পরিণত হয়েছে।

ইউএসএজিএম জানায়, মোট ৫৩২টি পদ বিলুপ্ত করা হবে। এর মধ্যে বেশিরভাগই ভয়েস অব আমেরিকার, যেখানে শেষ পর্যন্ত মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এর আগে গত জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন, ৬৩৯ কর্মীকে ছাঁটাই করা হবে। তবে কাগজপত্রে ত্রুটির কারণে নোটিশগুলো পরে প্রত্যাহার করা হয়। কিছু কর্মী এই ছাঁটাই রুখতে মামলা করেছিলেন।

বিবিসি বলছে, আদালতের এক রায়ের পরপরই গত শুক্রবার রাতে নতুন করে এই ঘোষণা আসে। ওই রায়ে বলা হয়েছিল, ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি। আদালত লেককে আইনজীবীদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ারও নির্দেশ দেন।

অবশ্য একদল কর্মচারী ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা ঠেকাতে মামলাটি করেছিলেন। তারা এক বিবৃতিতে বলেন, ‘আমরা লেকের ধারাবাহিক আক্রমণকে ঘৃণ্য মনে করছি। আমরা আশা করছি আদালতে তার জবানবন্দিতে প্রকাশ পাবে, তিনি কংগ্রেসনির্ধারিত নিয়ম মেনে সংস্থাটিকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কি না। এখন পর্যন্ত তার প্রমাণ আমরা দেখিনি। তাই আইনের আওতায় আমাদের অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’

মূলত ভয়েস অব আমেরিকার অধিকাংশ সাংবাদিক চলতি বছরের মার্চ মাস থেকে প্রশাসনিক ছুটিতে আছেন। তবে ইসরাইল-ইরান যুদ্ধ শুরু হলে কিছু ফারসি ভাষার সাংবাদিককে কাজে ডাকা হয়। এছাড়া কিউবা সম্প্রচার বিভাগে (যা মায়ামি থেকে স্প্যানিশ ভাষায় সংবাদ প্রচার করে) কর্মরত সাংবাদিকদের ওপর এই ছাঁটাই প্রযোজ্য হবে না।

এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

জামালগঞ্জে ডেবিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার

এসআই তানজিলের ছত্রছায়ায় জাফলংয়ে লুটপাটের রাজত্ব

কুলাউড়া থেকে সিলেট পায়ে হেঁটে রেকর্ড গড়লেন কনটেন্ট ক্রিয়েটর নয়ন চাষা

সীমান্তে ভারতীয়দের গুলিতে ২ বাংলাদেশি নিহত, আহত ১

করিম উল্লাহ ও সিটি সেন্টারে ডিবির অভিযান: ৪২২ টি ফোনসহ আটক ৪

ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে

শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা