মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় নিঃশর্ত সমর্থন দেবে কাজাখস্তান

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন।  এ সময় টোকায়েভ ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তার দেশের ‘নিঃশর্ত’ সমর্থন প্রকাশ করেছেন।  খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

রোববার (১০ আগস্ট) ফোনালাপের পর কাজাখস্তানের প্রেসিডেন্টের প্রেস সার্ভিস আকোর্দার একটি টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট টোকায়েভ ইউক্রেনীয় জনগণ, তাদের ইতিহাস, সংস্কৃতি এবং ভাষার প্রতি কাজাখ জনগণের শ্রদ্ধার কথা উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তার দেশের নিঃশর্ত আগ্রহের বিষয়টিও নিশ্চিত করেছেন। ’

বিবৃতিতে আরও বলা হয়েছে,  টোকায়েভ যুক্তি দেন যে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে ‘ভারসাম্যপূর্ণ এবং যুক্তিসঙ্গতভাবে ইউক্রেনীয় রাষ্ট্রের সংরক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত’ করা গুরুত্বপূর্ণ। 

এতে আরও বলা হয়েছে— ‘তিনি (টোকায়েভ) বিশ্বাস করেন, ইতিহাস অনুসারে কাজ করা উচিত— ‘‘ভালো ঝগড়ার চেয়ে খারাপ শান্তি ভালো’’।’

কাজাখ প্রেসিডেন্ট জোর দিয়ে জানান যে, তিনি ‘আঞ্চলিক সমস্যার’ জটিলতা বোঝেন, এটিকে ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে কঠিন, যা প্রায়ই শান্তি এবং এমনকি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে একটি অপ্রতিরোধ্য বাধা হয়ে দাঁড়ায়।’

‘কিন্তু এখন প্রধান অগ্রাধিকার হল ইউক্রেনের নিরাপত্তার অটল আন্তর্জাতিক গ্যারান্টির উপর ভিত্তি করে ইউক্রেনীয় রাষ্ট্রত্ব সংরক্ষণ।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে ইউক্রেনের সঙ্গে সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার কাজাখস্তানের অভিপ্রায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ টোকায়েভের সঙ্গে তার ফোনালাপকে ‘চমৎকার এবং বাস্তবসম্মত’ বলে অভিহিত করেছেন।  ইউক্রেনের জনগণের পাশাপাশি তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থনের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। 

তিনি আরও বলেন, ‘যদি এই স্বাধীন রাষ্ট্রকে কেবল ‘অঞ্চল'’ হিসেবে বিবেচনা করা হয় এবং এটিকে বিভক্ত করার চেষ্টা করা হয়, তাহলে এটি প্রতিটি জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক। ইতিহাস বহুবার দেখিয়েছে: যদি একটি রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের অবিচারের অনুমতি দেওয়া হয়, তবে তা সেখানেই শেষ হয় না। ’

এই সম্পর্কিত আরো