বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

সামরিক ঘাঁটিতে সবচেয়ে বড় অভিবাসী আটক কেন্দ্র বানাবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি সামরিক ঘাঁটিতে সবচেয়ে বড় ফেডারেল অভিবাসী আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে দেশটির প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।  মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন নীতিমালা বাস্তবায়নে সামরিক সম্পদ ব্যবহারের এটি সর্বশেষ পদক্ষেপ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।  খবর এনডিটিভির। 

প্রতিবদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ধরপাকড় বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। সীমান্তে অবৈধ প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং লক্ষাধিক অভিবাসীর বৈধ মর্যাদা বাতিল করেছে।  এরইমধ্যে কিছু অভিবাসীকে গুয়ানতানামো বে নৌঘাঁটিতে পাঠিয়েছেনও ট্রাম্প, তবে পরিকল্পনার তুলনায় সে সংখ্যা খুবই কম। 

টেক্সাসে অভিবাসী আটক কেন্দ্র নির্মাণের বিষয়ে পেন্টাগন জানিয়েছে, প্রাথমিকভাবে টেক্সাসের এল পাসোতে অবস্থিত ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটিতে ১ হাজার অভিবাসীকে আগস্ট মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আটকে রাখার পরিকল্পনা রয়েছে।  এরপর ধাপে ধাপে ৫ হাজার  শয্যাবিশিষ্ট একটি বিশাল কেন্দ্র নির্মাণ করা হবে।

পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন সাংবাদিকদের বলেন, ‘নির্মাণ সম্পন্ন হলে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ফেডারেল আটক কেন্দ্র।  এই গুরুত্বপূর্ণ মিশন অবৈধ অভিবাসীদের বহিষ্কারের জন্য। ’

যদিও এই কেন্দ্রটি একটি সামরিক ঘাঁটির ভেতরে নির্মিত হচ্ছে, তবে অভিবাসীদের দেখভালের দায়িত্ব থাকবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ওপর।

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অভিবাসীদের আটকের বিষয়টি নতুন নয়। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময়েও পেন্টাগন টেক্সাসে সামরিক ঘাঁটিতে অনাথ অভিবাসী শিশুদের রাখার অনুমোদন দিয়েছিল।

ট্রাম্প প্রশাসন আরও বেশ কিছু অভিবাসী আটক কেন্দ্র নির্মাণ করছে। এর মধ্যে ইন্ডিয়ানায় ১ হাজার শয্যার একটি কেন্দ্র খোলা হবে, যার নাম দেওয়া হয়েছে ‘স্পিডওয়ে স্ল্যামার’।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থার তথ্য অনুযায়ী, ২৭ জুলাই পর্যন্ত অভিবাসী আটকের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে—প্রায় ৫৭ হাজার অভিবাসী সে সময় পর্যন্ত আটক ছিল।

এই সম্পর্কিত আরো