ভারতের শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইটজেটের কয়েকজন কর্মীকে ব্যাপক মারধর করেছেন দেশটির এক সেনা কর্মকর্তা। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আজ রোববার (৩ আগস্ট) ভাইরাল হয়েছে।
তবে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে গত ২৬ জুলাই এ ঘটনা ঘটে। মারধরের সূত্রপাত হয় নির্দিষ্ট ওজনের চেয়ে বাড়তি ওজনের ব্যাগ নিয়ে।
স্পাইসজেট এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, “ঘটনাটি ঘটেছে শ্রীনগর থেকে দিল্লিগামী ফ্লাইট এসজি-৩৮৬ এর বোর্ডিং গেটে। ওই যাত্রী দুটি ক্যাবিন ব্যাগ নিয়ে আসেন। এগুলোর ওজন ছিল ১৬ কেজি। যা অনুমোদিত ৭ কেজির চেয়ে দ্বিগুণেও বেশি ছিল। বাড়তি ওজনের ব্যাগ আনায় ওই যাত্রীকে নিয়ম অনুযায়ী বাড়তি চার্জ দিতে বলা হয়। কিন্তু তিনি বাড়তি চার্জ দিতে অস্বীকৃতি জানান।”
সংস্থাটি আরও জানিয়েছে, কর্মকর্তারা ওই সেনা কর্মকর্তাকে নিয়ম সম্পর্কে জানালেও তিনি জোর করে এরোব্রিজে প্রবেশ করেন। এতে তিনি এভিয়েশনের নিরাপত্তা প্রটোকল ভঙ্গ করেন। তাকে তখন সিআইএসএফের নিরাপত্তাকর্মীরা বোর্ডিং গেটে ফিরিয়ে আনেন।
আর এরপরই বিশৃঙ্খলা বেধে যায় বলে জানিয়েছে স্পাইসজেট। ওই সেনা কর্মকর্তা তাদের অন্তত চার কর্মীকে মারধর করে আহত করেন। যারমধ্যে একজন মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। আরেকজনের নাক ফেটে গেছে। আহত চারজনকে দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।