মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আহ্বায়ক দৌলত, সদস্য সচিব বেলাল - তাঁতীদল সিলেট জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ: চার ছাত্রদল-যুবদল নেতা কারাগারে সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের শোক ড. কামাল আমাকে সঠিক জবাব দিতে পারেননি: আমান আজমী ময়লার ভাগাড়ে ৫ বস্তা এনআইডি, ডিসিকে যে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান বিসিবি সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত ডেঙ্গুতে তরুণদের প্রাণ যাচ্ছে বেশি: স্বাস্থ্য অধিদফতর এনসিপি কমপক্ষে ১৫০ আসনে জয় পাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী শুটিংয়ে গুরুতর আহত 'স্পাইডারম্যান'
advertisement
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব অধিকার, পুরস্কার নয়: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে ‘জরুরি, সুনির্দিষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।  একইসঙ্গে তিনি বলেছেন, ‘ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার, পুরস্কার নয়’।  খবর বার্তা সংস্থা আনাদোলুর। 

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) ফিলিস্তিনি ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য জাতিসংঘের একটি উচ্চ-স্তরের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গুতেরেস এ কথা বলেন। 

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলা যাক: ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রত্ব একটি অধিকার, পুরস্কার নয়। এবং রাষ্ট্রত্ব অস্বীকার করা সর্বত্র চরমপন্থিদের জন্যএকটি উপহার হবে।’

তিনি আরও বলেন, ‘সময় ফুরিয়ে আসছে। প্রতিদিন আস্থা হ্রাস পাচ্ছে। প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে। এবং আশা ভেঙে যাচ্ছে।’

গুতেরেস গাজার গভীরতর সংকটের নিন্দা জানিয়ে বলেছেন, গাজায় বিপর্যয়ের ঝড় নেমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘জীবন রক্ষাকারী মানবিক সাহায্যের ওপর বিধিনিষেধ কমানোর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে আমি স্বাগত জানাই - কিন্তু এই দুঃস্বপ্নের অবসান ঘটানোর জন্য এটি সমাধান থেকে অনেক দূরে। আমাদের প্রয়োজন: একটি তাৎক্ষণিক, স্থায়ী যুদ্ধবিরতি। সকল জিম্মির তাৎক্ষণিক, নিঃশর্ত মুক্তি। পূর্ণ এবং নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার। এগুলো শান্তির পূর্বশর্ত নয়। এগুলোই এর ভিত্তি।’

জাতিসংঘের মহাসচিব জোর দিয়ে বলেন, ইসরাইলের ‘পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহত দখল অবৈধ’। এটি অবশ্যই শেষ করতে হবে। এটি আইন। দখলদারিতে কোনও নিরাপত্তা নেই। 

এই অঞ্চলে কূটনীতির বৃহত্তর পতনের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেন, ‘কয়েক দশক ধরে, মধ্যপ্রাচ্যের কূটনীতি শান্তির চেয়ে অনেক বেশি প্রক্রিয়াজাত। শব্দ, বক্তৃতা, ঘোষণা হয়তো মাটিতে থাকা ব্যক্তিদের কাছে খুব বেশি অর্থবহ নয়। তারা এটি আগেও দেখেছে। তারা এটি আগেও শুনেছে। ইতিমধ্যে, ধ্বংস এবং সংযুক্তি এগিয়ে চলেছে। ’

এক-রাষ্ট্রীয় বাস্তবতার বিপদ সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘এক-রাষ্ট্রীয় বাস্তবতা যেখানে ফিলিস্তিনিদের সমান অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং চিরস্থায়ী দখলদারিত্ব ও বৈষম্যের অধীনে বসবাস করতে বাধ্য করা হয়? এক-রাষ্ট্রীয় বাস্তবতা যেখানে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বিতাড়িত করা হয়? এটা শান্তি নয়। এটা ন্যায়বিচার নয়। এটা আন্তর্জাতিক আইন অনুসারে নয়। ’

দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ‘মধ্যপ্রাচ্যের শান্তির জন্য কেন্দ্রীয় প্রশ্ন’ বলে অভিহিত করে গুতেরেস ইসরাইলকে ‘স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে’ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে এবং এটিকে দুর্বল করে এমন সব পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব ফিলিস্তিন

এই সম্পর্কিত আরো

আহ্বায়ক দৌলত, সদস্য সচিব বেলাল তাঁতীদল সিলেট জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ: চার ছাত্রদল-যুবদল নেতা কারাগারে

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের শোক

ড. কামাল আমাকে সঠিক জবাব দিতে পারেননি: আমান আজমী

ময়লার ভাগাড়ে ৫ বস্তা এনআইডি, ডিসিকে যে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান

বিসিবি সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

ডেঙ্গুতে তরুণদের প্রাণ যাচ্ছে বেশি: স্বাস্থ্য অধিদফতর

এনসিপি কমপক্ষে ১৫০ আসনে জয় পাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শুটিংয়ে গুরুতর আহত 'স্পাইডারম্যান'