শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

গাজায় যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি ১৩০ সাহায্য সংস্থার

যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ-এর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে ১৩০টিরও বেশি সাহায্য সংস্থা। পাশাপাশি এই তালিকায় আছে আরও বেশ কিছু এনজিও।

মে মাসের শেষ দিকে এই সংস্থাটি গাজায় কার্যক্রম শুরুর পর থেকে প্রায় ৫০০ ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় চার হাজার মানুষ।

যেসব সংস্থা বিতর্কিত এই সংস্থাটির কার্যক্রম বন্ধের দাবি করেছে তার মধ্যে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও অ্যামনেস্টির মতো সংস্থাও রয়েছে।

তারা বলছে, সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি সেনা ও সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতই গুলি চালাচ্ছে।

ইসরাইল তাদের সেনাদের ইচ্ছাকৃতভাবে সাহায্যগ্রহণকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তারা জিএইচএফকে সমর্থন করে বলছে, সংস্থাটি হামাসের হস্তক্ষেপ এড়িয়ে যাদের সাহায্য দরকার সরাসরি তাদের সাহায্য দিচ্ছে।

এই সম্পর্কিত আরো