শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

ট্রাম্প ‘মানসিক ও মিডিয়া গেইম’ খেলছেন: ইরান

তেহরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা—এ নিয়ে ট্রাম্পের অবস্থান পাল্টে যাওয়াকে ‘খেলা’ বলে সমালোচনা করেছে ইরান। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্য দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের উদ্দেশ্যে নয়।

তিনি বলেন, ‘ট্রাম্পের এসব বক্তব্যকে আলোচনা বা সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টার পরিবর্তে মানসিক ও গণমাধ্যম-ভিত্তিক খেলার অংশ হিসেবেই দেখা উচিত।’

শুক্রবার ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে কড়া সমালোচনা করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা বাদ দেন। এসময় ট্রাম্প বলেন, তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ফিরে যায় তাহলে তিনি আবারও ইরান বোমাবর্ষণের বিষয়টি বিবেচনা করবেন।

এই সম্পর্কিত আরো