শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় আজ সোমবার দেশটির রাজধানী দোহায় অবস্থিত এ ঘাঁটিতে হামলা হয়। এ ছাড়া দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এদিকে, সাময়িকভাবে আকাশপথ বন্ধের ঘোষণা দিয়েছে কাতার। আজ সোমবার সন্ধ্যায় কাতার সরকার আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এক-এ দেওয়া এক পোস্টে আকাশপথ বন্ধের বিষয়টি জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে আজ সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এরপর এবার আকাশপথ বন্ধ করল কাতার।

এই সম্পর্কিত আরো