বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই - প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান
advertisement
আন্তর্জাতিক

ইরানে হামলা করলে ‘ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প’?

চলমান ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখানে তার সামনে দুটি পথ—একটি কূটনৈতিক সমঝোতার, অন্যটি ‘ইচ্ছাকৃত যুদ্ধের’। এমনই মন্তব্য করেছেন ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের জ্যেষ্ঠ বিশ্লেষক এলি জেরানমায়েহ।

তিনি সিএনএনকে বলেন, “এই ধরনের মুহূর্তে নেতাদের সবসময়ই একটি পছন্দ থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন। এখনও তিনি সেটি করতে পারেন।”

তবে তিনি সতর্ক করে বলেন, “যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালান, তাহলে ইরান সেটিকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণার’ সমতুল্য বলেই দেখবে।”

‘প্যান্ডোরার বাক্স’ কী?

‘প্যান্ডোরার বাক্স’ (Pandora’s Box) মূলত একটি গ্রিক পুরাণভিত্তিক রূপক বা উপমা। যা এমন কোনো কাজ বা সিদ্ধান্তকে বোঝাতে ব্যবহৃত হয় যার ফলাফল অপ্রত্যাশিত, অনিয়ন্ত্রিত এবং বিপর্যয়কর হতে পারে।

প্যান্ডোরা কে ছিলেন? 

গ্রিক পুরাণ অনুযায়ী, দেবতা জিউস প্রথম নারী প্যান্ডোরাকে সৃষ্টি করেন এবং তাকে একটি সিন্দুক (box বা jar) দেন। তাকে বলা হয়েছিল, এই বাক্স কখনোই খোলা যাবে না।

কিন্তু কৌতূহলবশত প্যান্ডোরা সেই বাক্স খুলে ফেলেন। তখন সেই বাক্স থেকে বেরিয়ে আসে- রোগ, দুঃখ, দারিদ্র্য, যুদ্ধ, মৃত্যু ইত্যাদি পৃথিবীর সব বিপদ ও দুর্ভোগ। 

শুধু একটি জিনিসই ওই বাক্সে থেকে যায়। তা হলো- ‘আশা’ (Hope)। 

আধুনিক অর্থে ‘প্যান্ডোরার বাক্স’

আজকের ভাষায়, কেউ যদি বলে— ‘This will open Pandora’s Box’ (এটি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দেবে) —তাহলে এর অর্থ হলো- এই সিদ্ধান্ত বা কাজ বিপজ্জনক। কারণ এটি একবার শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং ভয়ংকর পরিণতি ঘটতে পারে। 

মূল প্রতিবেদনের প্রেক্ষাপটে:

বিশ্লেষক এলি জেরানমায়েহ যখন বলেছেন, ‘Once you open up this Pandora’s box, we have no idea where things go’—এর দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন, যদি ট্রাম্প ইরানে সামরিক হামলা শুরু করেন, তাহলে যে পরিস্থিতি একবার শুরু হবে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। 

এটি মূলত:

পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে;
মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে দিতে পারে;
যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়াতে পারে;
বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, শরণার্থী সংকট আরও খারাপ করে তুলতে পারে।
‘প্যান্ডোরার বাক্স’ ও ট্রাম্পের প্রেসিডেন্সির ভবিষ্যৎ

জেরানমায়েহের ভাষায়, ‘যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায়, তাহলে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ জানে না। এই যুদ্ধ সম্ভাব্যভাবে ট্রাম্পের পুরো প্রেসিডেন্সিকে গ্রাস করে ফেলবে’।

তার মতে, ‘ইরানের পক্ষে আত্মসমর্পণ কোনো বিকল্প নয়। কেননা, ইরান জানে তারা সামরিকভাবে জয়ী হতে পারবে না। কিন্তু তাদের লক্ষ্য হবে এমন এক সংঘাত তৈরি করা, যেখানে কেউ বিজয়ী হবে না—সবাই পরাজিত হবে’।

পটভূমি ও সংকটের প্রেক্ষাপট

গত ছয় দিন ধরে চলা ইসরাইল-ইরান যুদ্ধ এখন সরাসরি যুক্তরাষ্ট্রকে জড়িয়ে নেওয়ার আশঙ্কায়।

ইসরাইল ইতোমধ্যে তেহরানে বিমান হামলা চালিয়েছে এবং ইরান পাল্টা সীমিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে ‘ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করে বিতর্ক তৈরি করেছেন।

সিদ্ধান্ত এখন ট্রাম্পের কাঁধে

এই মুহূর্তে বিশ্বের কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়—পুরো বৈশ্বিক ভূরাজনীতি, তেলের বাজার, অভিবাসন সংকট এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর তার বিরাট প্রভাব পড়বে।

সূত্র: এপি ও সিএনএন 

এই সম্পর্কিত আরো

দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই

রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার

স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক

জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান