শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন পুতিন

ইরানের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধ নিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় তিনি ইরান-ইসরাইলের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন। এছাড়া এই সংঘাতের দ্রুত অবসান চেয়েছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তাসের প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় পুতিন আবারও রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আমিরাতের প্রেসিডেন্টকে এই ইস্যুতে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে তার আলোচনার বিষয়েও অবহিত করেন। 

মধ্যপ্রাচ্যে সম্প্রতি গুরুত্বপূর্ণ মিত্র আসাদকে হারানোর পর এখন ইরানেরও বেহাল দশা দেখে দোটানায় পড়েছে রাশিয়া। 

সংকট শুরু হওয়া মাত্রই দেশটির শীর্ষ কর্মকর্তারা পুরো পরিস্থিতিকে আশঙ্কাজনক এবং ভয়ংকর বলে আখ্যায়িত করলেও একই সময়, নিজেদের সম্ভাব্য সুবিধাগুলোও যাচাই করে দেখছে তারা।

রুশ সংবাদমাধ্যমে দেশটির বিশ্লেষকরা বলেছেন, এই সংকট থেকে কয়েকটি দিকে লাভবান হতে পারে রাশিয়া। যেমন, মধ্যপ্রাচ্যের যে কোনও সংকট মানেই তেলের দাম বৃদ্ধি। সেক্ষেত্রে রুশ তেল বাণিজ্য অনেকটা চাঙা হয়ে উঠতে পারে।

এই সম্পর্কিত আরো