শনিবার, ০২ আগস্ট ২০২৫
শনিবার, ০২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় স্ত্রী, কন্যা ও নাতিকে হারালেন ইউক্রেনের দমকলকর্মী

ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর প্রিলুকিতে বুধবার গভীর রাতে এক রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় দমকল বিভাগের প্রধান। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, নিহতদের মধ্যে আছেন তাঁর স্ত্রী, পুলিশ অফিসার কন্যা এবং এক বছর বয়সী নাতি।

তিন প্রজন্মের এমন করুণ মৃত্যুর খবরে শোকাহত ইউক্রেনের জাতীয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে—২৫ বছর বয়সী নিহত দারিনা শিগিদা (স্থানীয় দমকল প্রধানের কন্যা) একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বাহিনীতে যোগ দেন।

বিবৃতিতে বলা হয়, ‘দারিনা ছিলেন সাহসী, সৎ ও কর্তব্যপরায়ণ। তাঁর সহকর্মীরা ও পরিচিতজনেরা তাঁকে এমনভাবেই মনে রাখবেন।’

দারিনার স্বামীও একজন পেট্রল পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, মোটা শীতের জ্যাকেট ও টুপি পরে থাকা একটি শিশুকে কোলে চেপে ধরে আছেন মৃত এক মা। তাঁর নাম প্রকাশ করা হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় নিহত শিশুটি যুদ্ধ শুরুর পর থেকে রুশ আগ্রাসনে প্রাণ হারানো ৬৩২ তম শিশু। তিনি বলেন, ‘বুধবার রাতে রাশিয়া ১০৩টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছুড়ে মারে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।’

প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনাকে ‘রুশ সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ’ হিসেবে বর্ণনা করে পশ্চিমা দেশগুলোর প্রতি রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ ও চাপ বৃদ্ধির আহ্বান জানান। তাঁর ভাষায়, ‘শক্তি প্রয়োগ করেই এই যুদ্ধ থামানো সম্ভব।’

প্রিলুকি শহর আজ বৃহস্পতিবার থেকে দুই দিনের শোক ঘোষণা করেছে। শহরের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো ব্যানার টানানো হয়েছে।

এদিকে সিএনএন জানিয়েছে, রাশিয়ার নিজস্ব উৎপাদিত ইরানি শাহেদ ড্রোন দিয়েই ইউক্রেনের ওপর হামলা জোরদার করেছে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়ার কৌশল হিসেবেই এই ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে মস্কো।

এই সম্পর্কিত আরো