মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ কুলাউড়া আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বাসদ নেত্রী সাদিয়া ছাতকে আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার পোর্তো বিজনেস স্কুলের অফিসিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে নিয়োগ পেল ‘ট্রাভেলারকি’ ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে: পাকিস্তানি নেতা বিশ্বনাথে ব্যাডমিন্টন এসোসিয়েশনের কমিটি গঠন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় গ্রেড ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে কমলগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি জমিয়তকে চারটি আসনে ছেড়ে দিয়েছে বিএনপি দক্ষ প্রজন্ম গড়ার লক্ষ্যে কুলাউড়ায় আইটেবসের কুইজ প্রতিযোগিতা ও মেধা মূল্যায়ন
advertisement
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের সংসদে হাকা নৃত্য করা সেই সাংসদেরা বরখাস্ত

সম্প্রতি নিউজিল্যান্ডের সংসদে মাওরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদসদস্য হানা মাইপি ক্লার্ক। এ প্রতিবাদে তার সঙ্গে যোগ দিয়েছিলেন আরও দুই মাওরি এমপি। এবার তিন সাংসদকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খবর আল-জাজিরার।

আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ককে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। আর দলটির দুই সহ-নেতা রাওইরি ওয়াইতিতি ও ডেবি এনগারেওয়া-প্যাকারকে ২১ দিনের জন্য সংসদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

নিউজিল্যান্ডের সংসদে বিরোধী ওই পার্টিকে যখন প্রশ্ন করা হয়—তারা মাওরি জনগোষ্ঠীর সঙ্গে ব্রিটিশ রাজের ১৮৪০ সালের চুক্তি পুনঃ ব্যাখ্যা করার একটি বিতর্কিত বিলকে সমর্থন করে কি না, তখনই তিন সাংসদ হাকা শুরু করেন। ‘ট্রিটি প্রিন্সিপালস’ নামের এ বিলটি শেষ পর্যন্ত অবশ্য বাতিলই করা হয়েছে। এ বিল দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছিল এবং গত নভেম্বরে পার্লামেন্টের সামনে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন।

ডেবি এনগারেওয়া-প্যাকার বলেন, আমাদের মাওরি হওয়ার কারণে শাস্তি দেওয়া হয়েছে। আমরা আমাদের জনগণের দাবি ও প্রত্যাশাকেই সবার আগে গুরুত্ব দেই।

এদিকে তিন সাংসদের বরখাস্ত নিয়ে সংসদে তীব্র বিতর্ক হয়। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তে পাতি মাওরি পার্টিকে ‘চরমপন্থী দল’ বলায় ক্ষমা চাইতে বলা হয়। আর বরখাস্ত হওয়া সবচেয়ে কম বয়সি ও আলোচিত সাংসদ মাইপি ক্লার্ক আবেগ নিয়ে বলেন, আমাদের কণ্ঠ কি এতই উচ্চ যে শাস্তি পেতে হচ্ছে?

সংসদের একটি কমিটি জানিয়েছে, হাকা করার ফলে সংসদ সাময়িকভাবে থেমে যায় এবং এটি অন্য সদস্যদের শঙ্কিত করতে পারে। তবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন দাবি করেছেন, শাস্তির বিষয়টি হাকার বিরুদ্ধে নয়, বরং সংসদের নিয়ম না মানার বিরুদ্ধে।

এ শাস্তিই নিউজিল্যান্ডে কোনো সাংসদের জন্য দীর্ঘতম বরখাস্ত। আগে সর্বোচ্চ বরখাস্তের সময় ছিল তিন দিন। তবে বিলটি বাতিল হওয়ায় মাওরি জনগণের পক্ষে এটি ছিল বড় এক বিজয়।

এই সম্পর্কিত আরো

ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

কুলাউড়া আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বাসদ নেত্রী সাদিয়া

ছাতকে আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

পোর্তো বিজনেস স্কুলের অফিসিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে নিয়োগ পেল ‘ট্রাভেলারকি’

ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে: পাকিস্তানি নেতা

বিশ্বনাথে ব্যাডমিন্টন এসোসিয়েশনের কমিটি গঠন

বালাগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গ্রেড ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে কমলগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

জমিয়তকে চারটি আসনে ছেড়ে দিয়েছে বিএনপি

দক্ষ প্রজন্ম গড়ার লক্ষ্যে কুলাউড়ায় আইটেবসের কুইজ প্রতিযোগিতা ও মেধা মূল্যায়ন