শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

মদ্যপান করাতে চেয়েছিলেন সহকর্মী—অস্ট্রেলিয়ার প্রথম হিজাবি সিনেটরের অভিযোগ

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ইতিহাসে প্রথম হিজাব পরা নারী সিনেটর ফাতেমা পায়মান তাঁর এক সহকর্মীর বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ ও বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ এনেছেন। ফাতেমার অভিযোগ, একটি সামাজিক অনুষ্ঠানে ওই পুরুষ সহকর্মী মদ্যপ অবস্থায় তাঁকে বলেছিলেন—‘চলো, তোমাকে কিছু ওয়াইন খাওয়াই, তারপর তুমি টেবিলের ওপর ওঠে নাচো দেখি।’

বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে—ফাতেমা পায়মান মুসলিম এবং মদ্যপান করেন না। তিনি দাবি করেছেন, পুরুষ সহকর্মীর ওই মন্তব্যটি তাঁর ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করেই করা হয়েছিল এবং এটি ছিল অত্যন্ত অনুচিত।

এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতেমা বলেছেন, “আমি মদ্যপান করি না। আমি ওই সহকর্মীকে বলেছিলাম—‘এই যে ভাই, একটা সীমা টানছি।’ তারপর আমি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করি।”

৩০ বছর বয়সী ফাতেমা জানান, তিনি ও তাঁর প্রজন্মের জেনারেশন জেড সদস্যরা এ ধরনের অনুচিত আচরণকে চুপচাপ মেনে নেন না।

২০২২ সালে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে লেবার পার্টির টিকিটে নির্বাচিত হয়ে সিনেটর হন ফাতেমা। মাত্র ২৮ বছর বয়সে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েন। তবে ২০২৪ সালেই তিনি লেবার পার্টি ত্যাগ করেন এবং একটি গ্রিনস প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নেন। এরপর স্বতন্ত্র সিনেটর হিসেবে কিছুদিন থাকার পর, তিনি ‘অস্ট্রেলিয়ান ভয়েস’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

ফাতেমা জানান, পার্লামেন্ট হাউসে সাংস্কৃতিক পরিবর্তনের হাওয়া লেগেছে। আর এর পেছনে তরুণ রাজনীতিকদের সাহসী অবস্থান ও দৃশ্যমান উপস্থিতি বড় ভূমিকা রাখছে।

অভিযোগটি ‘পার্লামেন্টারি ওয়ার্কপ্লেস সাপোর্ট সার্ভিস’-এর কাছে জমা দেন ফাতেমা। এটি একটি স্বাধীন সংস্থা এবং ব্রিটনি হিগিন্সের ধর্ষণের অভিযোগের পর প্রতিষ্ঠিত হয়েছিল।

সিনেটর হয়ে পার্লামেন্টে আসার আগে ফাতেমা ফার্মেসি সহকারী ও শ্রমিক ইউনিয়নের সংগঠক হিসেবে কাজ করতেন। তাঁর জন্ম আফগানিস্তানে, যেখানে এখন তালেবান শাসকগোষ্ঠী নারীদের স্কুল-কলেজের পড়াশোনাকে নিষিদ্ধ করেছে। ২০২২ সালে ‘অস্ট্রেলিয়ান মুসলিম রোল মডেল অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন ফাতেমা।

এই সম্পর্কিত আরো