যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটি থেকে সফলতার সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করলেন সিলেটের মেয়ে সাইমা রহমান। তিনি বাফেলো স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অব সাইন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের বাফেলো স্টেট ইউনিভার্সিটির কনফারেন্স হলে জাঁকজমক পূর্ণভাবে ১৫৩ তম সমাবর্তন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি বনিতা আর. ডুরান্ড সাইমা রহমানের হাতে গ্রাজুয়েশন সনদপত্র তুলে দেন।
সাইমা রহমান দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান ও সাহরা রহমান দম্পতির কন্যা।
এমন কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সাইমা রহমান পিতা, মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সমাবর্তন অনুষ্ঠানে বাফেলো স্টেট ইউনিভার্সিটির চ্যান্সেলর জন বি. কিং জুনিয়র, প্রোভোস্ট আমিত্রা ওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।