রবিবার, ২৭ জুলাই ২০২৫
রবিবার, ২৭ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গাজায় ১০ ঘণ্টার যুদ্ধবিরতি, ইসরাইলি হামলা অব্যাহত নেত্রকোনায় নাসির উদ্দিন পাটোয়ারী - নতুন সংবিধান গঠন করতে না পারলে খুনি হাসিনা ফিরে আসবে মেকি আত্মবিশ্বাস নয়, ভালো উইকেটে প্রস্তুতির বার্তা সাবেক নির্বাচকের যারা নির্বাচনকে ভয় পায়, তাদের রাজনীতির দরকার নেই: আমির খসরু মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াতে পাইলটের অদ্ভুত কাণ্ড! উত্তরায় বিমান বিধ্বস্ত: ছাড় পেল আরও দুজন, সংকটাপন্ন ৪ এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, দলগুলো একমত ‘অভিনেত্রীদের জীবন কতটা কঠিন আপনাদের ধারণা নেই’ এশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কোচ উডকে আনতে চায় বিসিবি মামলা থেকে আ. লীগ নেতাদের বাদ দিতে চিঠির বিষয়ে যা বলছে বিএনপি
advertisement
আন্তর্জাতিক

ফিরছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী

মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমিয়েছিলেন মার্কিন দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। কিন্তু তাদের বহনকারী পরীক্ষামূলক ওই মহাকাশযানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায়, আট দিনের সেই যাত্রা ৯ মাসে বদলে যায়।

 অবশেষে ৯ মাসের বেশি সময় মহাকাশের কারাগারে আটকে থাকার পর এবার তাদের পৃথিবীতে ফেরার পথ সুগম হয়েছে।

কয়েকজন নতুন ক্রু নিয়ে স্পেসএক্সের একটি ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করেছে। আর তাতেই আটকে পড়া দুই মহাকাশকারীর পৃথিবীতে ফেরার পথ খুলে গেছে। চলতি সপ্তাহের শেষ দিকে ওই দুজন মহাকাশচারীকে নিয়ে পৃথিবীর দিকে রওনা দেবে স্পেসএক্সের ক্যাপসুলটি। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসা থেকে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, স্পেসএক্স ক্রু ড্রাগন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করে। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর একটি হ্যাচ খুলে যেতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই স্পেসএক্স ক্রু ড্রাগনের সদস্যদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতর ঢুকতে দেখা যায়। তখন শূন্য মাধ্যাকর্ষণের মধ্যেই সবাই সবাইকে জড়িয়ে ধরতে দেখা যায়।

বুচ ও সুনিতার সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন নাসার নিক হেগ ও রসকসমসের মহাকাশচারী আলেকজান্ডার গোরবুনভ। আগামী দুই দিন ধরে আন্তর্জাতিক স্টেশনে থাকা কর্মীরা নতুন নোঙর করা সহকর্মীদের কাছে সবকিছু বুঝিয়ে দেবেন। এরপরই তারা পৃথিবীর দিকে রওনা হবেন। তবে নিরাপদে ফিরে আসতে পৃথিবীর আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে তাদের কিছুটা দেরি হতে পারে।

গেল বছরের জুনের শুরুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বুচ ও সুনিতা। পরীক্ষামূলক মহাকাশযান স্টারলাইনারে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা। স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী বোয়িং এই মহাকাশযানটি বানিয়েছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই যানে করে আর পৃথিবীতে ফিরতে পারেননি বুচ ও সুনিতা।

শেষমেশ ওই মহাকাশযানের মিশন কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। যদিও বোয়িং জোর গলায় বারবার জানায়, তাদের স্টারলাইনার নিরাপদ এবং এটিতে করেই বুচ ও সুনিতাকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু নাসা এ নিয়ে সামান্যতম ঝুঁকি নিতে চায়নি। তাই ক্রু রোটেশনের নির্ধারিত সময়েই বুচ ও সুনিতাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় নাসা।

তারা কয়েক মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর সেখানে নোঙর করল স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল। আর তাতে করেই পৃথিবীতে ফিরবেন বুচ ও সুনিতা।

এই সম্পর্কিত আরো

গাজায় ১০ ঘণ্টার যুদ্ধবিরতি, ইসরাইলি হামলা অব্যাহত

নেত্রকোনায় নাসির উদ্দিন পাটোয়ারী নতুন সংবিধান গঠন করতে না পারলে খুনি হাসিনা ফিরে আসবে

মেকি আত্মবিশ্বাস নয়, ভালো উইকেটে প্রস্তুতির বার্তা সাবেক নির্বাচকের

যারা নির্বাচনকে ভয় পায়, তাদের রাজনীতির দরকার নেই: আমির খসরু

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াতে পাইলটের অদ্ভুত কাণ্ড!

উত্তরায় বিমান বিধ্বস্ত: ছাড় পেল আরও দুজন, সংকটাপন্ন ৪

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, দলগুলো একমত

‘অভিনেত্রীদের জীবন কতটা কঠিন আপনাদের ধারণা নেই’

এশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কোচ উডকে আনতে চায় বিসিবি

মামলা থেকে আ. লীগ নেতাদের বাদ দিতে চিঠির বিষয়ে যা বলছে বিএনপি