✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বোরো আবাদ ৪০ শতাংশ - কমলগঞ্জে সেচ সংকটে কৃষকরা বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর কমিটি গঠন নবীগঞ্জে ৩ বছর ধরে দুই শিক্ষিকা অনুপস্থিত - ফ্র্যান্সে ও পর্তুগালে অবস্থান করে ক্লাস নেন বাংলাদেশে বিশ্বনাথে স্ত্রীর জানাযার নামাজের পূর্ব মুহুর্তে মারা গেলেন স্বামী ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত সিলেট সীমান্তে এবার ভারতীয় গরুর মাংস জব্দ দেশের বর্তমান সংকট সমাধানে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: এমরান চৌধুরী ২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান ক্যাং কে? উপশহর থেকে প্রতারণার মামলায় দুই সহোদর গ্রেফতার সিলেটে ১৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ১
advertisement
আন্তর্জাতিক

চিন্ময় দাসের মামলায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বলল ভারত


রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর। শুক্রবার ভারত বলেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই পালন করতে হবে। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ও মন্দিরে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলা ন্যায়সংগত, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে পরিচালিত হবে।

ভারতের পার্লামেন্টে গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনাগুলো ভারত গুরুত্বসহকারে নিয়েছে। বাংলাদেশের দায়িত্ব হলো সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা।’


ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর থেকেই ভারত বারবার বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা সুরক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।’ এ সময় তিনি জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

লোকসভায় এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর বাড়ি, ব্যবসা, মন্দির এবং ধর্মীয় স্থানে হামলার ঘটনা নিয়ে ভারত উদ্বিগ্ন। এসব ঘটনা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন এবং বাংলাদেশ সরকারকে বিষয়টি জানিয়েছে। সম্প্রতি দুর্গাপূজার সময় ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে।’ জয়শঙ্কর জানান, এই হামলার পর বাংলাদেশ সরকার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল। দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী মোতায়েন করেছিল।


এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের মামলা ন্যায়সংগত ও স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়াল বলেন, ‘বাংলাদেশ সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হুমকি ও হামলার বিষয়ে ভারত বারবার জানিয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার—অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

রণধীর জ্যাসওয়াল আরও বলেন, ‘চরমপন্থী বক্তব্য, সহিংসতা ও উসকানির ঘটনা বাড়ছে, যা কেবলই গণমাধ্যমে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে এমন নয়। আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব পদক্ষেপ নিতে আহ্বান জানাই।’

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে জ্যাসওয়াল বলেন, ‘এই মামলায় স্বচ্ছ ও ন্যায়সংগত বিচার হবে বলে ভারতের প্রত্যাশা। ইসকন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংগঠন। এর সামাজিক সেবার ইতিহাস দীর্ঘ।’

জ্যাসওয়াল বলেন, ‘ভারতের দৃষ্টিতে মামলার আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করি এই প্রক্রিয়া ন্যায়সংগত ও স্বচ্ছ হবে এবং সংশ্লিষ্ট সবার আইনগত অধিকার রক্ষা করবে।’ জ্যাসওয়াল আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, তাঁর ন্যায়বিচার হবে এবং আইনগত অধিকার রক্ষা করা হবে।’

এই সম্পর্কিত আরো

বোরো আবাদ ৪০ শতাংশ কমলগঞ্জে সেচ সংকটে কৃষকরা

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর কমিটি গঠন

নবীগঞ্জে ৩ বছর ধরে দুই শিক্ষিকা অনুপস্থিত ফ্র্যান্সে ও পর্তুগালে অবস্থান করে ক্লাস নেন বাংলাদেশে

বিশ্বনাথে স্ত্রীর জানাযার নামাজের পূর্ব মুহুর্তে মারা গেলেন স্বামী

ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত

সিলেট সীমান্তে এবার ভারতীয় গরুর মাংস জব্দ

দেশের বর্তমান সংকট সমাধানে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: এমরান চৌধুরী

২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান ক্যাং কে?

উপশহর থেকে প্রতারণার মামলায় দুই সহোদর গ্রেফতার

সিলেটে ১৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ১