মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাহুয়াতোর সালামাঙ্কা শহরে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) একটি ফুটবল ম্যাচে সমবেত লোকজনের ওপর অতর্কিত এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ। মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের বর্তমানে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ভয়াবহ হামলার পরপরই অপরাধীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। চাঞ্চল্যকর বিষয় হলো, এই ঘটনার মাত্র এক দিন আগে একই এলাকা থেকে মানুষের দেহাংশ ভর্তি চারটি ব্যাগ উদ্ধার করা হয়েছিল, যা ওই অঞ্চলে অপরাধী চক্রের সক্রিয়তার প্রমাণ দেয়। সালামাঙ্কা শহরটি শিল্প হাব এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও গ্যাংগুলোর মধ্যকার এলাকা দখলের লড়াইয়ের কারণে গুয়ানাহুয়াতো বর্তমানে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
এমন এক সময়ে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল যখন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম দাবি করেছেন যে, তার প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের ফলে ২০২৫ সালে দেশটিতে হত্যাকাণ্ডের হার গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে রোববারের এই হামলা মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।