মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে মনোনয়ন প্রত্যাহার করলেন এনসিপির ৩ প্রার্থী, ভোটে থাকছেন প্রীতম স্পেনের ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ শাকসুতে স্বতন্ত্র প্রার্থী হওয়া ছাত্রদল নেতাকে পদ থেকে বহিষ্কার সিলেট ও সুনামগঞ্জে ভোটের মাঠ ছাড়লেন বিএনপির তিনপ্রার্থী সিলেট ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে যে কয়েকদিন ছুটি লন্ডনে লরি কেড়ে নিল সিলেটের শাকিলের প্রাণ দিরাই বালিকা বিদ্যালয়ে নবীন বরণ: শিক্ষার্থীদের স্বপ্নপথে এগিয়ে যাওয়ার আহ্বান ইউএনওর বিয়ানীবাজারে বালুমহাল অভিযানে দুইজনকে এক লাখ টাকা জরিমানা খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন: খন্দকার মুক্তাদির
advertisement
আন্তর্জাতিক

ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত করতে এবার ভিন্ন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে চাপ দিতে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনের লক্ষ্যে তিনি ‘বোর্ড অব পিস’ গঠনের উদ্যোগ নিয়েছেন বলে জানান।

এমানুয়েল মাখোঁ এই বোর্ডে যোগ দেবেন না বলে জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বিদ্রূপাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, মাখোঁ খুব শিগগিরই ক্ষমতা ছাড়তে পারেন এবং এ কারণে তাকে কেউ এই বোর্ডে চাইছেন না।

এরপর শুল্ক আরোপের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানো হলে পরিস্থিতি বদলাতে পারে। একই সঙ্গে তিনি বলেন, বোর্ডে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আপাতত ট্রাম্পের এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা ঘোষণার সময় ট্রাম্প প্রথম এই বোর্ড গঠনের প্রস্তাব দেন। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন বিশ্বের প্রায় ৬০টি দেশের কাছে এ বিষয়ে একটি খসড়া সনদ পাঠিয়েছে।

রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী, কোনো দেশ যদি তিন বছরের বেশি সময়ের জন্য এই বোর্ডের সদস্য থাকতে চায়, তাহলে তাদের নগদ ১০০ কোটি ডলার চাঁদা দিতে হবে।

ট্রাম্পের এই উদ্যোগকে আন্তর্জাতিক কূটনীতিকরা সতর্ক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, এ ধরনের কাঠামো জাতিসংঘের ভূমিকা ও কার্যকারিতাকে দুর্বল করতে পারে।

এই সম্পর্কিত আরো

সিলেটে মনোনয়ন প্রত্যাহার করলেন এনসিপির ৩ প্রার্থী, ভোটে থাকছেন প্রীতম

স্পেনের ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

শাকসুতে স্বতন্ত্র প্রার্থী হওয়া ছাত্রদল নেতাকে পদ থেকে বহিষ্কার

সিলেট ও সুনামগঞ্জে ভোটের মাঠ ছাড়লেন বিএনপির তিনপ্রার্থী

সিলেট ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে যে কয়েকদিন ছুটি

লন্ডনে লরি কেড়ে নিল সিলেটের শাকিলের প্রাণ

দিরাই বালিকা বিদ্যালয়ে নবীন বরণ: শিক্ষার্থীদের স্বপ্নপথে এগিয়ে যাওয়ার আহ্বান ইউএনওর

বিয়ানীবাজারে বালুমহাল অভিযানে দুইজনকে এক লাখ টাকা জরিমানা

খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন: খন্দকার মুক্তাদির