যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমালিয়ার প্রেসিডেন্সির একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্রের দেওয়া সূচিসংক্রান্ত নোটে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ‘ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং’ অনুষ্ঠিত হবে। এতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।
নোটে আরও উল্লেখ করা হয়, এই ব্রিফিং আয়োজনের অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: এএফপি