শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ ।
এতে শিক্ষার্থীদের মননশীলতা, ভালো মানসিকতা, মেধার বিকাশ, জ্ঞানার্জন ও তথ্যানুসন্ধানের জন্যে বিতর্ক প্রতিযোগিতা সহায়ক ভূমিকা পালন করে।
এজন্য শিক্ষার্থীদের বিদ্যালয় পর্যায়ে বিতর্কের চর্চা করার পরিবেশ তৈরি করা উচিত ।
এতে শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করার সুযোগ পায। এ উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণামূলক ও তথ্যবহুল পুস্তক সংগ্রহ করে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে বিতর্কের মাধ্যমে। এতে কোমলমতি শিক্ষার্থীদের জড়তা যেমন দূর হবে, তেমনি সাহস ও মেধা বিকাশে অনন্য ভুমিকা পালন করবে।
মেধাকে পাকাপোক্ত করতে শিক্ষার্থীরা পত্রিকা, উপন্যাস, গল্প, জ্ঞান-বিজ্ঞান সম্পর্কিত বইসমূহ পড়তে আগ্রহী হয়। বিতর্কের মাধ্যমে কোমলমতি শিশুরা একজন ভালো বক্তা হিসেবে সুপরিচিত লাভ করে। দৈনন্দিন জীবনে বিতর্ক প্রতিযোগিতার জ্ঞান সামাজিক ও ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিদ্যালয়ে লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি ২ মাসে অন্ততপক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা খুবই জরুরী।
এতে শব্দ গঠন,শব্দ চয়ন ও উচ্চারণসহ কথা বলার ভঙ্গিমা আয়ত্ত করতে সম্ভব হয়।
বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাহিরের জ্ঞানকে আয়ত্ত করতে পারে। এতে শুধু তার জ্ঞান সমৃদ্ধ হয় না, ব্যক্তিত্বের বহি প্রকাশ ঘটে। তথ্য প্রযুক্তির যুগে বিতর্ক প্রতিযোগিতা কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে সহায়তা করে।