স্পাইডার ম্যান-খ্যাত হলিউড তারকা টম হল্যান্ড গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, অভিনেতার আসন্ন সিনেমা ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শুটিং সেটে স্টান্ট করার সময় মাথায় প্রচান্ড আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির একটি স্টান্টের দৃশ্য ধারণের সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান টম হল্যান্ড। শুধু তিনি নন, অভিনেতার স্টান্ট ডাবলও আহত হয়েছেন।
দুর্ঘটনার পর প্রায় সাড়ে ২৫ কোটি টাকা বাজেটে তৈরি ব্লকবাস্টার সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শুটিং স্থগিত করা হয়েছে।
এদিকে টম হল্যান্ডের শারীরিক অবস্থার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এখন তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। খুব শিগগিরই তিনি আবারও শুটিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের অগস্ট থেকে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শুটিং শুরু হয়। গত মাসে সোশ্যাল মিডিয়ায় এ ছবির নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন প্রথম দিন শুটিংয়ের একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে টমকে স্পাইডার-ম্যানের স্যুট পরিহিত অবস্থায় দেখা যায়।
টম হল্যান্ড ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন তার হবু স্ত্রী জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, লিজা কোলন-জায়াস, জন বার্নথাল, কেভিন ফেইজ, মার্ক রাফালো, মাইকেল ম্যান্ডোসহ আরও অনেকে। ছবিটি আগামী বছরের ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।