নৌকার উপর মাদুর পাতা, তার উপর চেয়ার। সেই চেয়ারে বসে আছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। চেয়ারে বসেই ঘুরে দেখছেন সিলেটের রাতারগুল জলারবন।
বুধবার আসিফ নজরুলের রাতারগুল ভ্রমণের এমন ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে। নৌকার উপর চেয়ারে বসে উপদেষ্টার জলারবন ভ্রমণ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।
এ নিয়ে ফেসবুকে তীর্যক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনও। কারো নাম উল্লেখ না করে নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’-এর একটি স্থিরচিত্র যুক্ত করেন শাওন।
এসব ছবির সঙ্গে তিনি লেখেন— 'হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক ‘মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’ এর একটি দৃশ্য। এই দৃশ্যের সাথে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া রাতারগুলের কোনো ছবির মিল খুঁজে পেলে কর্তৃপক্ষ দায়ী নয়।'
শাওনের এই মন্তব্য অনেকেই আসিফ নজরুলকে উদ্দেশ্য করেই করা হয়েছে বলে মনে করছেন।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমদ ও গুলতেখিন খনে দম্পত্তির মেয়ে শিলা আহমদের স্বামী আসিফ নজরুল। গুলতেখিনের সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মেহের আফরোজ শাওনকে বিয়ে করনে হুমায়ুন আহমেদ।
প্রসঙ্গত, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তিনি রাতারগুল জলারবনে যান। নৌকায় করে রাতারগুলের সৌন্দর্য ঘুরে দেখেন উপদেষ্টা। এসময় রাতারগুলের সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন। ভ্রমণকালে রাতারগুলের নৌকার মাঝিদের কণ্ঠে গানও শুনেন উপদেষ্টা।
এসময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা আসিফ নজরুলের সঙ্গে উপস্থিত ছিলেন।