মা। পৃথিবীর সবচেয়ে মধুরতম একটি শব্দ। যাকে ঘিরে নিহিত রয়েছে সব আবেগ, অনুভূতি ও গভীর ভালোবাসা। মাকে কেন্দ্র করে অন্য দেশের মতো বাংলাদেশেও অনেক গান, চলচ্চিত্র ও নাটক নির্মিত হয়েছে এবং দর্শক হৃদয় কেড়েছে। আজ বিশ্ব মা দিবস উপলক্ষে মাকে নিয়ে ঢাকাই চলচ্চিত্রের কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
আম্মাজান : বাংলাদেশে এ পর্যন্ত মাকে নিয়ে যত চলচ্চিত্র তৈরি হয়েছে তার মধ্যে ‘আম্মাজান’কে সেরা চলচ্চিত্র হিসেবে ধরা হয়। সন্তানের সামনে মায়ের সম্ভ্রম হানি ও তারই প্রতিশোধ নিতে মত্ত থাকা এবং মায়ের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ পেয়েছে এই চলচ্চিত্রে। এটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। এতে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘আম্মাজান’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মায়ের চরিত্রে অভিনয় করেন শবনম। এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমীসহ অনেকে।
মায়ের অধিকার : মায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সন্তানের লড়াই নিয়েই এর গল্প। শিবলী সাদিক পরিচালিত এই চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেন ববিতা। এতে আরও অভিনয় করেছেন আলমগীর, সালমান শাহ, শাবনাজ।
মায়ের দোয়া : এই চলচ্চিত্রে দেখানো হয়েছে মায়ের দোয়া সন্তানের বড় অবলম্বন। আলমগীর কুমকুম পরিচালিত এই চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেন আয়েশা আখতার। আরও রয়েছেন আলমগীর, শাবানা প্রমুখ।
সবার ওপরে মা : একটি বাচ্চা ছেলের মাকে কাছে পাওয়ার আকুতি নিয়েই এর গল্প। এটি পরিচালনা করেছেন ফারুক আহমেদ। এতে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, ইলিয়াস কাঞ্চন, তন্দ্রা ইসলাম, অরুণা বিশ্বাসসহ অনেকে।
মায়ের জন্য যুদ্ধ : মাসুম পারভেজ রুবেল পরিচালিত এই চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেন খালেদা আক্তার কল্পনা। আরও রয়েছেন রুবেল, পপি, হুমায়ুন ফরীদি প্রমুখ। গল্পে মায়ের জন্য সন্তানের ভালোবাসা প্রকাশ পেয়েছে।
মাতৃত্ব : চলচ্চিত্রের মাধ্যমে মাতৃত্বে একজন নারীর জীবনের সার্থকতার বিষয়টি তুলে ধরেছেন জাহিদ হোসেন। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে ছিলেন হুমায়ুন ফরীদি।
মায়ের মর্যাদা : এতে মায়ের মর্যাদার গুরুত্ব তুলে ধরা হয়েছে। দিলীপ বিশ্বাস পরিচালিত এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ববিতা ও ডলি জহুর।
এ ছাড়া রয়েছেন মান্না, মৌসুমী, শাকিব খান, শাবনুরসহ অনেকে।
এ ছাড়া রয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘আমার মা’, মাসুদ পারভেজের ‘মায়ের জন্য পাগল’, আওকাত হোসেনের ‘মায়ের দাবি’, তমিজ উদ্দিন রিজভীর ‘ছোট মা’, দেলোয়ার হোসে ন দুলালের ‘বড় মা’, মোস্তাফিজুর মানিকের ‘মা আমার চোখের মণি’, জাকির হোসেনের ‘মা আমার স্বর্গ’, শেখ নজরুল ইসলামের ‘মা বড় না বউ বড়’ ইত্যাদি।