সুসংবাদ দিলেন অভিনেত্রী গওহর খান। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। স্বামী জায়েদ দরবারের সঙ্গে একটি মন ভালো করার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
তাতে স্পষ্টই দেখা যাচ্ছে গওহরের বেবি বাম্প। ভিডিওতে স্বামীর সঙ্গে নাচতে দেখা যায় গওহরকে। নাচতে নাচতে বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে সবার ভালোবাসা ও প্রার্থনা চেয়েছেন।