নিজের ব্যক্তিগত জীবনের কারণে সব সময় চর্চায় থাকেন অভিনেত্রী চাহাত খান্না।
বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিং-এর সঙ্গে তার সম্পর্কের খবর শোনা যায়। কিন্তু সেটাও খুব বেশি দিন টেকেনি। এবার চাহাত হঠাৎ করেই মুখ খুললেন যৌন হেনস্তা নিয়ে। খুব ছোট বয়সে যৌন হেনস্তার শিকার হতে হয় তাকে। চকলেটের লোভ দেখিয়ে দিনের পর দিন হেনস্তা করা হয় তাকে। তাও আবার আবাসনের এক কাকার কাছেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, আমাদের আবাসনের এক বাঙালি কাকু ছিলেন, যিনি আমার জন্য চকলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। বিভিন্নভাবে স্পর্শ করতেন। তখন বুঝতে পারিনি কী করছেন! বহু বছর পর আমার এক বন্ধু ওর নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হল, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে। মুম্বইয়ে নবাগত অভিনেত্রীদের নাকি সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। এক্ষেত্রে, চাহাতের অভিজ্ঞতায় দক্ষিণী ইন্ডাস্ট্রি নাকি অনেক বেশি সোজাসাপটা।