শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

যা হয়েছে আপনি মনে রাখবেন না, শাকিব খানকে আফরান নিশো

ছোট পর্দায় প্রায় দুই দশক অভিনয়ের পর ২০২৩ সালের কোরবানির ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায়  পা রাখেন আফরান নিশো।

প্রথম সিনেমা মুক্তির সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে পান শাকিব খানকে। শাকিবের ‘প্রিয়তমা’র সঙ্গে নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমার পর্দায় লড়াইটা ভালো জমে ওঠে। দুই নায়কের ভক্তরাও হয়ে পড়েন বিভক্ত, সোশ্যাল মিডিয়াজুড়ে চলতে থাকে তর্ক-বিতর্ক। দুই সিনেমার টিম থেকেও আসতে থাকে নানা অভিযোগ।

নিশোর একটি সাক্ষাৎকার আরও উসকে দেয় সেই দ্বন্দ্ব। এতে নিশো বলেন, আমি সো কলড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না। নিশো এমন মন্তব্যের তিরটি যে শাকিবের উদ্দেশেই ছুড়েছিলেন সেটা বুঝতে কষ্ট হয়নি কারও। দুই বছর পর আবারও সিনেমা নিয়ে হাজির হয়েছেন নিশো। এবারও প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন শাকিব খানকে। 

এই রোজার ঈদে শাকিব খানের দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’র সঙ্গে মুক্তি পেয়েছে নিশোর ‘দাগি’। তবে এবার নেই কোনো তর্ক-বিতর্ক। উল্টো মুক্তির আগে সেন্সর নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় শাকিবের বরবাদ সিনেমার জন্য সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গেছে নিশোকে। তাহলে কি শাকিব খানের সঙ্গে সব দূরত্ব মিটে গেছে নিশোর? 


ঈদের আগে থেকেই দুই নায়কের ভক্তদের মনে ঘুরছে সেই প্রশ্ন। সম্প্রতি দাগি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেইসব প্রশ্নের উত্তর দিয়েছেন নিশো। জানালেন সেই সময়ে যা হয়েছে তার পুরোটাই ভুল-বোঝাবুঝি। নিশো বলেন, সে সময় যেটা হয়েছে সেটা খুব অনাকাঙ্ক্ষিত। খুব স্পষ্ট ও দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা ছিল ভুল-বোঝাবুঝি। আমার কখনোই একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটূক্তি বা মন্তব্য করার ইনটেনশন ছিল না। এখনো নাই, সামনেও থাকবে না। কাউকে অসম্মান করে কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা কখনোই আমার নেই। এবং এটা আমি দেখাইওনি। আর যাকে নিয়ে কথা হচ্ছে তিনি আমার অগ্রজ। ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। তাকে আমি যথেষ্ট সম্মান করি। ‘সুড়ঙ্গ’ মুক্তির সময়েও তাকে সম্মান দেখিয়ে অনেক কথা বলেছি। একজন মানুষ যার এত দীর্ঘ ক্যারিয়ার, এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে। সম্মানটুকু তিনি প্রাপ্য। বিনিময়ে তো আর কিছু চাননি তিনি।

আমার তরফ থেকে তিনি সব সময সম্মানের তুঙ্গেই থাকবেন। তারপরেও যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে বলব, এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা ভুল-বোঝাবুঝি। এ সময় শাকিব খানের দুই সিনেমা বরবাদ ও অন্তরাত্মার জন্য শুভকামনা জানান নিশো। পাশাপাশি ঈদের অন্যান্য সিনেমার প্রতি শুভকামনা জানিয়ে নিজের দাগি সিনেমার পাশে থাকার আহ্বান জানান সবাইকে।

এই সম্পর্কিত আরো