শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

মাহির ইঙ্গিতপূর্ণ পোস্ট

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পরে সন্তানকে নিয়ে হাসিখুশি আছেন এই নায়িকা। পরিচিতজন কিংবা বন্ধুদের সাথেও সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। এদিকে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ নায়িকা। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার অনুষ্ঠান, নিজের জীবনের হাসি-কান্নার মুহূর্তগুলো ভক্তদের মাঝে তুলে ধরেন।

সম্প্রতি এই অভিনেত্রী একটি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে লিখেছেন, খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিক আছে। কখনো লবন কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে জাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য। কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোন লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবো না, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো, খুব সুন্দর একটা সংসার গোছাবো আমরা। তিনি আরও লেখেন, সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচন্ড মায়া যেন থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখে তোমার ভেতরটা দুমড়ে-মুচড়ে দিবে, যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।

এই সম্পর্কিত আরো